ভুক্তিপ্রধান নির্বাচন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৩১শে মার্চ হাওড়া ভূক্তির ভূক্তি প্রধান নির্বাচন হয় ডি এস দা যতদা আচার্য ব্রজকৃষ্ণানন্দ অবধূতের উপস্থিতিতে ভোট প্রক্রিয়া সমাপ্ত হয়৷ ভারতী কুন্ডুকে বিজয়ী প্রার্থী হিসেবে ঘোষনা করা হয়৷ প্রাক্তন ভূক্তি প্রধান সুব্রত সাহা ভারতী কুন্ডু কে ভূক্তি প্রধান হতে সহযোগিতা করেন৷

গত ৩০শে মার্চ উত্তর ২৪ পরগণা জেলার নিউব্যারাকপুরে আনন্দমার্গ স্কুলে মার্গী সম্মেলনে শ্রী সন্তোষ বিশ্বাসকে পুনরায় ভুক্তিপ্রধান নির্বাচিত করা হয়৷