গত ১৮ই সেপ্ঢেম্বর তাইওয়ানে ঘন ঘন ভূমিকম্পের জেরে জাপানে সুনামি সতর্কতা জারি হয়েছে৷ বার বার ভূমিকম্পের জেরে তাইওয়ানে ভেঙে পড়েছে বহু বাড়ি৷ লাইন থেকে উল্টে গিয়েছে আস্ত ট্রেন৷ সব মিলিয়ে লাগাতার প্রকৃতির ধবংসলীলার সাক্ষী তাইওয়ান৷
তাইওয়ানের আবহাওয়া দফতর থেকে জানানো, দক্ষিণপূর্বের তাইতুং কাউন্টি ভূমিকম্পের উৎসস্থল৷ সেখানেই ক্ষয়ক্ষতির পরিমাণ সর্বাধিক৷ তবে কারও মৃত্যু হয়েছে কি না তা এখনও স্পষ্ট নয়৷ তাইওয়ানে গত শনিবার প্রথম ভূমিকম্প অনুভূত হয়৷ আবহাওয়া দফতর জানায়, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৪৷ রবিবার সকালে আবার কাঁপে তাইওয়ান, কম্পনের মাত্রা ছিল ৬.৮৷ শেষ কম্পন অনুভূত হয় দুপুরে৷ কম্পনের মাত্রা ৭.২৷ তিনটি ভূমিকম্পের উৎসস্থল তাইতুং কাউন্টির ১০ কিলোমিটার ভিতরে৷ প্রথম দু’টি কম্পনে ক্ষয়ক্ষতির পরিমাণ তেমন না হলেও রবিবার দুপুরের শেষ কম্পনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে৷ ইউলি শহরে একটি তিনতলা বাড়ি ভূমিকম্পে সম্পূর্ণ ভেঙে পড়েছে৷ সেই বাড়ির ধবংসস্তুপের তলায় চাপা পড়ে যান চারজন৷ প্রথমে দু’জনকে বার করে নিয়ে আসা গেলেও পাঁচ বছরের শিশুকে নিয়ে আটকে পড়েন তাঁর মা৷ পরে তাদেরও উদ্ধার করা হয়৷ ইউলি শহরে প্রায় সাত হাজার বাড়ি কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে৷ নেই বিদ্যুৎ, জল৷ তবে এখনও পর্যন্ত প্রাণহাণির কোনও খবর পাওয়া যায়নি৷৷ যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ৷ এছাড়া তাইওয়ানের দুটি পাহাড়ী এলাকায় ধস নেমে রাস্তা পুরোপুরি বন্ধ হয় গেছে তার জন্য প্রায় ৬০০ জন আটকে পড়েছিলেন তাও জানা গেছে৷