ভয়াবহ দাবানল দক্ষিণ কোরিয়ার বিস্তীর্ণ অঞ্চলে

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

গত মঙ্গলবার সেই আগুন ভয়ঙ্কর রূপ নেয়৷ সরকারি ভাবে ২৪ জনের মৃত্যুর খবর প্রকাশ্যে আনা হয়েছে৷ ১২ জনের অবস্থা আশঙ্কাজনক৷

দক্ষিণ কোরিয়ার ইতিহাসে এটিই সবচেয়ে বড় দাবানল বলে জানিয়েছেন দেশের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু৷ জারি করা হয়েছে জরুরী অবস্থা৷ চেয়োঙ্গসং-গান কাউন্টির চারটি জেল থেকে ২৬০০ কয়েদি-সহ ২৭ হাজার মানুষকে ওই এলাকা থেকে সরানো হয়েছে বলে সরকারি সূত্রের খবর৷ বহু এলাকায় বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থা বন্ধ রাখা হয়েছে৷ বেশ কিছু রাস্তাও বন্ধ রাখা হয়েছে৷

দাবানলে ভস্মীভূত হয়ে গিয়েছে ইউনেস্কোর ওয়ার্ল হেরিটেজ সাইটের আওতাধীন ১৩০০ বছরের পুরনো একটি বৌদ্ধ মন্দির এবং হাহয়ে ফোক নামে একটি গ্রাম৷

২১ মার্চ রাজধানী সোল থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত গিয়ংসাং প্রদেশের সানচেং-এ প্রথম আগুনের সূত্রপাত হয়৷ পরে সেই দাবানল ছড়িয়ে পড়ে একাধিক এলাকায়৷ দাবানল মোকাবিলায় দমকলের পাশাপাশি নামানো হয় শতাধিক হেলিকপ্ঢারও৷ কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা দফতর জানায়, দাবানলে প্রায় ৪৩ হাজার একর জমি পুড়ে ছাই হয়ে গিয়েছে৷ মৃতদের মধ্যে অধিকাংশই স্থানীয়৷ তাঁদের মধ্যে তিন জন দমকলকর্মী এবং এক জন অগ্ণিনির্বাপক হেলিকপ্ঢারের পাইলটও রয়েছেন৷