ইদানিং কালের বোধ হয় সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা অমৃতসরের ট্রেন দুর্ঘটনা৷ অমৃতসরে জোড়াফটক এলাকায় ১৯শে অক্টোবর দশেরা উৎসবের দিন ট্রেন লাইনের পাশেই রাবণপোড়া অনুষ্ঠান হচ্ছিল৷ হাজার হাজার মানুষ এই রাবণপোড়া দেখছে৷ প্রচণ্ড বোমার ফাটার শব্দ৷ তারপর অনেকেই তাদের মোবাইলের সেলফিতে এই ছবি তুলতে ব্যস্ত৷ এমন সময় দ্রুত গতিবেগে রেল লাইনের ওপর দিয়ে ছুটে আসে জলন্ধর-অমৃতসর ডি.এম.ইয়ূ গাড়ী৷ আবার এর পাশের লাইন দিয়ে চলে আসে অমৃতসর হাওড়া এক্সপ্রেসও৷ মুহূর্তের মধ্যে ট্রেনের তলায় চাপা পড়েন শতাধিক মানুষ এদের মধ্যে ৬২ জনের মৃত্যু ও আহত বহু৷
রেললাইনের পাশেই এতবড় এক উৎসব চলছে তাও নাকি স্থানীয় প্রশাসন বা রেল কর্তৃপক্ষের অনুমতি ছাড়াও৷
ড্রাইভাররা এখানে এই উৎসবের কথা জানতেনই না বলে অভিযোগ৷ আর এত দ্রুত ট্রেন চলছিল যে ট্রেনটি যখন সামনে এসে যায় তখন ড্রাইভারের পক্ষ থেকে ব্রেক কষা হলে গোটা ট্রেনটি উল্টে যাওয়ার সম্ভাবনা ছিল, তাই তারা ব্রেক কষতে পারেনি৷ এই পরিস্থিতিতে যতই চাপান-উতোর চলুক, কিন্তু এটা যে চরম প্রশাসনিক ব্যর্থতা তাতে কোনো সন্দেহ নেই৷