চাকদহে ব্লক লেবেলসেমিনার

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২৩শে এপ্রিল  সকাল ১০টা থেকে ৮০ জনের অধিক সংখ্যক সদস্যের উপস্থিতি বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে নদীয়া জেলার শিমুরালী আনন্দমার্গ স্কুলে ‘‘চাকদহ ব্লক সেমিনার’ অনুষ্ঠিত হয়৷

শুরুতেই বিশ্ববন্দিত মহান দার্শনিক ও সঙ্গীতগুরু শ্রীপ্রভাতরঞ্জন সরকার রচিত সুরারোপিত প্রভাতসঙ্গীত, মানবমুক্তির মহামন্ত্র অষ্টাক্ষরী সিদ্ধমন্ত্র বাবা নাম কেবলম্‌ কীর্ত্তন পরিবেশন করেন ব্রহ্মচারিনী শুদ্ধা আচার্যা, শ্রীমতী কাজল সরকার, অবধূতিকা আনন্দ অভীধ্যানা প্রমুখ৷ মিলিত সাধনা, গুরুপূজার পরে সেমিনার শুরু হয়৷

বিশ্বের বর্ত্তমান চরমতম সঙ্কটকালে বিশ্ববন্দিত মহান দার্শনিক শ্রীপ্রভাতরঞ্জন সরকার প্রবর্ত্তিত ‘‘প্রাউটদর্শন’ ই-যে  সার্বিক মুক্তির পথ দেখাবে---এ বিষয়ে বিস্তারিতভাবে মূল্যবান  আলোচনায়  অংশ গ্রহণ করেন বিশিষ্ট প্রাউট তাত্ত্বিক তথা শিক্ষাব্রতী শ্রীমনোরঞ্জন বিশ্বাস মহাশয়৷

আনন্দমার্গের শিক্ষা ব্যবস্থা অর্থাৎ শিক্ষাগুরু শ্রীপ্রভাতরঞ্জন সরকার প্রবর্ত্তিত নব্যমানবতাবাদী শিক্ষা’ এই শিক্ষাব্যবস্থা তিনটি মূল স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে নব্যমানবতাবাদ--- বিশ্বৈকতাবাদ---আধ্যাত্মিকতা৷ যে শিক্ষা শৈশবকাল থেকে মানুষের মধ্যে সার্বিক প্রগতির পথে  চলতে সহায়ক হবে৷ তবে একটা কথা মনে রাখতে হবে প্রগতি কেবলমাত্র আধ্যাত্মিক পথেই হয়---এবিষয়ে আলোচনায় অংশ গ্রহণ করেন আনন্দমার্গের প্রবীন সদস্য গৌরাঙ্গ ভট্টাচার্য৷

ভক্তি কোন পথ নয় ভক্তি লক্ষ্য৷  এ বিষয়ে মূল্যবান আলোচনায় অংশ গ্রহণ করেন  ব্রহ্মচারিনী শুদ্ধা আচার্যা৷ সাংঘটনিক আলোচনায় অংশগ্রহণ করেন ভুক্তিপ্রধান শ্রীবৃন্দাবন বিশ্বাস ও কৃষ্ণনগর ডায়োসিস সচিব আচার্য শান্তশুভানন্দ অবধূত৷ উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন সেমিনারের অর্গানাইজার তথা শিমুরালী আনন্দমার্গ স্কুলের অধ্যক্ষা ব্রহ্মচারিনী সমর্পিতা আচার্যা৷