চাকরি বোর্ড পরীক্ষায় অনিয়ম প্রশ্ণ ফাঁসে এগিয়ে বিহার,  ইউ.পি সহ ডবল ইঞ্জিন সরকার

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

পশ্চিমবঙ্গে দুর্নীতি নিয়ে বাজার  গরম করে  রাজ্য বিজেপি নেতারা ডবল ইঞ্জিন রাজ্যের উদাহরণ টেনে৷ কিন্তু সম্প্রতি এক সমীক্ষায় দেখা যায় বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ায় ও বোর্ড পরীক্ষায় অনিয়ম ও কেলেঙ্কারিতে এগিয়ে বিজেপি  শাসিত বিহার, উত্তরপ্রদেশ, গুজরাট সহ ডবল ইঞ্জিন রাজ্যগুলি৷ এইসব রাজ্যে একাধিক চাকরির পরীক্ষা বাতিল হয়েছে অনিয়ম  ও দুর্নীতির অভিযোগে৷ বিহার পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগে দুর্নীতির তদন্তে নেমে অফিসাররা খোঁজ পেয়েছেন প্রশ্ণপত্র ফাঁসের জাল অন্যরাজ্যে ও বিস্তার লাভ করেছে৷

তদন্তকারীদের আশংকা বিহারে প্রশ্ণ ফাঁস চক্রের  দুর্নীতি মধ্যপ্রদেশের ব্যাপম কেলেঙ্কারীর রূপ নিতে পারে৷ সাম্প্রতিককালে বিহারে সব থেকে বেশী প্রশ্ণ ফাঁস হয়েছে৷ এরপর দ্বিতীয় স্থানে আছে যোগী রাজ্য উত্তরপ্রদেশ৷ পিছিয়ে নেই প্রধানমন্ত্রীর গুজরাটও৷ এইভাবে বার বার প্রশ্ণপত্র ফাঁসের ফলে কর্মপ্রার্থী ও ছাত্র-ছাত্রারা সংকটের সম্মুখীন হচ্ছে৷