চাঁচলের  দুই ছাত্র স্থান পেল জাতীয় স্তরের ক্রিকেটে

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

চাঁচল ঃ ছোট থেকেই স্বপ্ণ দেখত পড়াশোনার সাথে সাথে ভালো ক্রিকেটার  হওয়ার৷ কিন্তু সাংসারিক অভাব ও বিভিন্ন জাগতিক প্রতিকূলতার কারণে বাংলার এই দুই দরিদ্র সন্তান স্বপ্ণ দেখেছিল ক্রিকেটার হওয়ার এখন সেই স্বপ্ণের সত্যি হওয়ার সময়ে এসে গেছে৷ জাতীয় স্তরে খেলার জন্য নির্র্বচিত অনূধর্ব ১৫ সুকল ইন্ডিয়া কাপ ক্রিকেটের বাংলা দলে সুযোগ পেয়েছে  মালদহের  চাঁচল সিদ্ধেশ্বরী হাইস্কুলের দুই ছাত্র শাহনাওয়াজ হোসেন ও নাজিবুল শেখ৷ দলের সহ অধিনায়ক হিসাবে নিবার্চিত হয়েছে শাহনাওয়াজ ৷ ১৫ই জানুয়ারি থেকে শুরু হবে জাতীয় স্তরের চূড়ান্ত পর্র্যয়ের খেলায় অংশ নেবে বাংলা দল৷ শাহনাওয়াজের বাবা মুক্তার আলম পেশায়  ট্রাক্টর মিস্ত্রি ও নাজিবুলের  বাবা শেখ কবীর গ্যারাজে কাজ করেন৷ তাদের প্রশিক্ষণের জন্যে কোনো সুযোগ তাঁরা প্রথমে পাই নি, এমন পরিস্থিতি দেখে তাঁদের প্রশিক্ষক বিনামূল্যে তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থা করেন৷ এরূপভাবে আর্থিক বাধা কাটিয়ে তাঁদের এই সাফল্যে তাঁদের সুকলের প্রধান শিক্ষক সহ সকল ছাত্ররা খুব গর্বিত বোধ করছে৷ এই কারণে তাঁদের পরিবারও গর্বিত৷