গত ২৮,২৯ ও ৩০শে জুলাই আনন্দমার্গ সেবা দলের পক্ষ থেকে চাঁপাডাঙ্গা আনন্দমার্গ স্কুলে তিনদিন ব্যাপী স্বেচ্ছাসেবী প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়৷ এই শিবিরে স্থানীয় বিভিন্ন ইয়ূনিট থেকে ৫০জন যুবক স্বেচ্ছাসেবী হিসাবে প্রশিক্ষণ শিবিরে যোগ দেন৷ ফিল্ড ট্রেনিং দেন সেবাদলের চিফ সেক্রেটারী আচার্য অরিন্দমানন্দ অবধূত৷ সেবাদলের লক্ষ্য, উদ্দেশ্য ও বিভিন্নরকম প্রাকৃতিক বিপর্যয়ে সেবাদলের সেবাকার্য সম্বন্ধে স্বেচ্ছাসেবীদের কাছে ব্যাখ্যা করেন সেবাদলের গ্লোবাল ডিরেক্টর আচার্য সন্দীপ্তানন্দ অবধূত৷ প্রসঙ্গত উল্লেখ সে এই প্রশিক্ষণ শিবিরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আনন্দমার্গ প্রচারক সংঘের জেনারেল সেক্রেটারী আচার্য ভবেশানন্দ অবধূত অন্যান্যদের মধ্যে ছিলেন আচার্য শুভদীপানন্দ অবধূত, আচার্য নির্মলশিবানন্দ অবধূত, সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন আচার্য সন্দীপ্তানন্দ অবধূত৷