এগরা থানার বাঘমারী গ্রামে ‘বাঘমারী বিদ্যাসাগর আদর্শ শিশু শিক্ষা নিকেতন নামক একটি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা ঐ গ্রামেরই রবীন্দ্র নির্মলা শিশু উদ্যানে পালন করল ‘শিশু দিবস’ ২০২৪৷
এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক ও বিশিষ্ট শিশু সাহিত্যিক শ্রীমঙ্গল প্রসাদ মাইতি, বিশিষ্ট কবি শ্রী দেবাশিষ প্রধান ডঃ অর্পনা মিত্র, ডাঃ অন্দিতা ঝাঁ, তাঁরা তাঁদের বক্তব্যে তুলে ধরেন শিশুদিবস কী ও কেন? বর্তমানে এর ভূমিকা কী? বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ছোট একটি নাটকসহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে৷ এই উৎসবের বিশেষ বিশেষ বৈশিষ্ট্য ছিল কৃষ্ণনগরের ডঃ অর্পনা মিত্র এর প্রশিক্ষণে পাখি, পুতুল সহ নানা ধরণের জিনিস ও কাগজের নানা ধরণের ফুল তৈরী করে সুন্দর ভাবে সাজিয়ে উদ্যানের এক নান্দনিক পরিবেশ ফুটিয়ে তোলে৷
১৯৯১ সাল থেকে তাই বিদ্যালয় ধারাবাহিকভাবে শিশুদিবস পালন করে এলেও এবছর শিশুরা চার দেওয়ালের বাইরে প্রথম বেরিয়ে মুক্ত বিহঙ্গের মত জনা মেলে সারাদিন উড়তে থাকে৷ শিশুদের যে একটা নিজস্ব জগৎ রয়েছে, সেই আপন জগতে সবাই যেন একদিনের রাজা হয়ে উঠে৷