চারলক্ষ বছর আগেও পরিবর্তন হয়েছিল পৃথিবীর জলবায়ু

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

আনুমানিক চার লক্ষ বছর আগে বরফশূন্য ছিল গ্রিনল্যাণ্ড৷ তুন্দ্রা অঞ্চল তখন ছিল রোদ ঝলমলে, সবুজ অরণ্যে ঢাকা৷ পশুপাখি-পতঙ্গের বাস ছিল সেই সবুজে৷ সমুদ্রের জলস্তর এখনের তুলনায় ৪০ ফুট বেশি ছিল৷ গোটা পৃথিবীর বহু দেশ, যা কি না এখন লক্ষ লক্ষ মানুষের ঘর, সে সময় সমাধিস্থ ছিল সমুদ্রগর্ভে৷

বিজ্ঞানীরা জানতেন, কয়েক লক্ষ বছর আগে কোনও এক সময়ে গ্রিণল্যাণ্ডের বরফের চাদর প্রায় সম্পূর্ণ নিশ্চিহ্ণ হয়ে গিয়েছিল৷ কিন্তু ঠিক কখন, তা জানা ছিল না৷ বিজ্ঞানীরা জানাচ্ছেন, নতুন গবেষণায় গ্রিনল্যাণ্ডের  প্রায় ১ মাইল পুরু বরফের চাদরের তলায় লুকিয়ে থাকা মাটির স্তর পরীক্ষা করে তাঁরা নির্দিষ্ট সময়কাল জানতে পেরেছেন৷ সময়টা হল---প্রায় ৪ লক্ষ ১৬ বছর আগের৷ প্রায় ১৪ হাজার বছর ধরে বরফশূন্য অবস্থায় ছিল গ্রিনল্যাণ্ড৷ সে সময় পৃথিবী ও পৃথিবীবাসী আদিম মানুষ এক জলবায়ু পরিবর্তনের মধ্যে দিয়ে গিয়েছিল৷ বিজ্ঞানীরা আরও জানান, ওই সময় কাল তার ব্যাপ্তি ও প্রভাব বিশ্লেষণ করে বোঝা সম্ভব হবে, আধুনিক মানুষ ভবিষ্যতের জন্য কোন পৃথিবী তৈরি করছে৷