‘বার্ড লাইফ’ নামে এক স্বেচ্ছাসেবী সংঘটন সাইপ্রাসের কৃষকদের পাশে দাঁড়ায়৷ কারণ ইঁদুরের তাণ্ডবে একসময় সাই -প্রাসের কৃষক -দের খুব সমস্যায় ভুগতে হচ্ছিল৷ সব সময়ে সীমান্ত পেরিয়ে গিয়ে জমির দেখাশোনা করতে পারতেন না তারা৷ এরফলে ইঁদুরে এসে নষ্ট করে দিত সমস্ত ফসলের এক বিরাট অংশ৷ তখন আশার আলো রূপে তাদের পাশে দাঁড়ায় এই স্বেচ্ছাসেবী সংঘটন৷
তারা দুইসীমান্তের মধ্যবর্তী ওই এলাকায় পেঁচাদের চিরস্থায়ীভাবে থাকার ব্যবস্থা করতে থাকে৷ সেখানে ৫০টি কাঠের কাঠের বাক্স বসানো হয় ও তারা কৃষকদের ইঁদুর মারার বিষ প্রয়োগ করতে না করেন৷ তারা বলেন যে ইঁদুর ধবংসের দায়িত্বটা যেন তারা পেঁচাদের ওপরই ছেড়ে দেয়৷
প্রায় একদশক ধরে এই অভিযান চলছে ও এতে কৃষকদের লাভ হয়েছে৷ তা এক সমীক্ষায় পরিষ্কার হয়েছে৷ বছরে কমপক্ষে পাঁচ হাজার ইঁদুর মারে ওই অঞ্চলের বাস করা পেঁচার দলেরা৷ বিশেষত ‘বাণ’ প্রজাতিক পেঁচারা৷ এই ভাবেই চাষের জমির রক্ষণাবেক্ষণ করে আসছে বহুদিন ধরে এই বার্ণ প্রজাতির পেঁচারা৷