চেন্নাইয়ে কোটি টাকার হাতির দাঁত পাচার করতে গিয়ে গ্রেফতার-৭

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

এক জোড়া হাতির দাঁতের ওজন ৪.৩ কেজিরও বেশি৷ সেই দাঁত ৭কোটি টাকারও বেশি দাম৷ সেই টাকার বিনিময়ে পাচার করা হচ্ছিল ভারত থেকে বিদেশে৷ রাজস্ব গোয়েন্দা দফতরের নিয়ামক সংস্থা দ্য ডিরেক্টরেট অফ রেভেনিউ ইন্টেলি -জেন্স (ডিআর আই)-এর তৎ -পরতায় মোক্ষম সময় তা আটকে দেওয়া হয়েছে৷ গোপন সুত্রে খবর পেয়ে ৭জন পাচারকারীকে গ্রেফতার করে ডিআরআই৷

এই প্রথম বন্যপ্রাণ সংরক্ষণ সংক্রান্ত মামলায় হস্তক্ষেপ করল রাজস্ব গোয়েন্দা বিভাগ৷ সম্প্রতিই শুল্ক দফতরের কর্তাদের অধিকার ও ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে৷ নতুন দায়িত্ব দেওয়া হয়েছে তাঁদের কাঁধে৷ তাঁর মধ্যে বন্যপ্রাণ সংরক্ষণ সংক্রান্ত কিছু বিষয়ও রয়েছে৷ নতুন ক্ষমতা প্রয়োগ করে বন্যপ্রাণী সংক্রান্ত বিষয়ে এই প্রথম বড় সাফল্য পেল ডিআরআই৷

ডিআরআইয়ের চেন্নাই বিভাগ জানিয়েছে, তাঁদের কাছে খবর এসেছিল, কয়েকজন অবৈধভাবে হাতির দাঁত বিক্রি করার পরিকল্পনা করছে৷ সেই তথ্য পাওয়ার পর তারা নজরদারি অভিযান চালায়৷ তারপর গ্রেফতার করা হয় ৭জন কে৷  এঁদের কাছ থেকে ৪ কেজি ৩০০ গ্রাম ওজনের হাতির দাঁতটিও উদ্ধার করা হয়েছে৷