চীনা দূতাবাসের সামনে ‘আমরা বাঙালী’র বিক্ষোভ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

৩রা জুলাই  ‘আমরা বাঙালী’ সংঘটনের পক্ষ থেকে চীনা দূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শন ও প্রতিবাদ সভা করে, সম্প্রতি লাদাখ সীমানা চীনা কম্যুনিষ্ট সরকারের আগ্রাসন ও ২০জন ভারতীয় জোয়ানকে হত্যার প্রতিবাদে ‘আমরা বাঙালী বিক্ষোভ দেখায়৷ নিহত ২০ সেনার দুজন পশ্চিমবঙ্গের বাসিন্দা৷

লক্ডাউনের বিধি নিষেধ থাকায় কোন বড় জমায়েত ‘আমরা বাঙালী’ করেনি৷ বেলা ১টা নাগাদ ‘আমরা বাঙালী’ কেন্দ্রীয় সচিব বকুলচন্দ্র রায় ১৫জন সদস্যসহ চীনা দূতাবাসের  সামনে উপস্থিত  হন৷ সেখানে চীনা দ্রব্য পুড়িয়ে  চীনা বিরোধী বিক্ষোভ প্রদর্শনের  পর প্রতিবাদ সভা শুরু হয়৷ বকুল রায় সহ বিভিন্ন বক্তা লাদাখ সীমান্তে আগ্রাসন ও ভারতীয় সৈন্যদের হত্যার তীব্র প্রতিবাদ করে বক্তব্য  রাখেন৷ সকলেই চীনা দ্রব্য বয়কটের ডাক দেন৷