রাজ্যে নির্বাচন এলেই বিজেপির কেন্দ্রীয় নেতারা বাঙলা প্রেমে গদ গদ হয়ে যায়৷ ভুল উচ্চারণে রবীন্দ্রনাথ নেতাজীর বাণী আওড়াতে থাকে৷ বৃক্ষের পরিচয় তার ফলেই৷ বিজেপির বাঙলা প্রেমের নমুনা তার কাজেই৷
বিশ্বের সর্বাধিক রেল ইঞ্জিন তৈরীর কারখানা চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কশপ, ষ্টিম ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন, ইলেকট্রিক লোকো ইঞ্জিন প্রথম প্রস্তুত হয় চিত্তরঞ্জন রেল কারখানায় ৬ হাজার হর্স পাওয়ারের, ৯ হাজার হর্সপাওয়ারের ইঞ্জিন এখানে সফলভাবে তৈরী হয়েছে৷ চিত্তরঞ্জন লোকোমোটিভ বাঙলায় বলে তাকে বঞ্চিত করে এবার ৯হাজার হর্স পাওয়ারের রেল ইঞ্জিন তৈরীর বরাত পেল মোদির গুজরাতের রেল কারখানা৷ উত্তর প্রদেশের বেনারস লোকো ওয়ার্কসপের প্রযুক্তি সরবরাহ করেছিল চিত্তরঞ্জন লোকোওয়ার্কসপ৷ সেই চিত্তরঞ্জনকে বঞ্চিত করে ১২ হাজার হর্স পাওয়ারের আধুনিক লোকোমোটিভ তৈরীর বরাত দেওয়া হলো যোগী রাজ্যকে
কেন্দ্রীয় সরকারের বাঙলার প্রতি বিরূপ মনোভাব ও বঞ্চনায় ক্ষুব্ধ চিত্তরঞ্জন লোকোমোটিভের শ্রমিকরা৷ শ্রমিক নেতাদের আশঙ্কা ১২ হাজার হর্সপাওয়ারের ইঞ্জিন ব্যাপকভাবে চালু হলে ৬হাজার হর্স পাওয়ারের ইঞ্জিনের চাহিদা কমে যাবে৷ ফলে বন্ধের পথে যাবে সি এল.ডব্লু৷ এই আশঙ্কা অমূলক নয়, কারণ ইতিমধ্যেই সি.এল.ডব্লুর স্কুলগুলি বন্ধ করে দেওয়া হয়েছে৷ আগামী দিনে সি.এল.ডব্লু বন্ধ করার পরিকল্পনাই আছে কেন্দ্রীয় সরকারের৷ এমনটাই মনে করে বিভিন্ন শ্রমিক সংঘটনের নেতারা৷