চিৎমুতে নবান্ন উৎসব উদ্‌যাপিত

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আনন্দমার্গের সামাজিক উৎসব সংক্রান্ত নীতিতে বলা হয়েছে: ‘যে দেশের প্রধান ফসল যে ঋতুতে কাটা হয়, সেই ঋতুতে যেকোনো পূর্ণিমা তিথিতে নবান্ন উৎসব উদ্‌যাপিত হবে৷’

১৫ই ডিসেম্বর, ২০২৪ তারিখে চিৎমু উপরপাড়া আনন্দমার্গ ধর্মচক্র ইউনিটের উদ্যোগে নবান্ন উৎসব অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে উদ্‌যাপিত হয়৷ এই উপলক্ষ্যে সকালে নগর কীর্তন, তিন ঘণ্টার অখণ্ড ‘‘বাবা নাম কেবলম নাম-সংকীর্তন, সমবেত ঈশ্বর-প্রণিধান, বর্ণার্ঘ্যদান ও স্বাধ্যায়ের আয়োজন করা হয়৷ অনুষ্ঠানের এক বিশেষ পর্বে নবান্ন উৎসবের তাৎপর্য ও এর যথাযথ পালন সম্পর্কে আলোচনা করা হয়৷

পরিশেষে, সদ্য উৎপন্ন ফসল দিয়ে প্রস্তুত পায়েস পরিবেশন ও প্রীতিভোজের মধ্য দিয়ে এই আনন্দঘন উৎসবের সমাপ্তি ঘটে৷