চুঁচুড়া আনন্দমার্গ স্কুলে নেতাজী জয়ন্তী

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

চুঁচুড়া ঃ গত ২৩শে জানুয়ারী সকালে চুঁচুড়া আনন্দমার্গ স্কুলের কচিকাচা ছাত্রছাত্রারা দেশাত্মবোধক কবিতা ও গানের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামের মহান যোদ্ধা নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৩-তম জন্মদিন উদ্যাপন করল৷ কবিতা আবৃত্তি করে ঋতিকা পাল, দীপমা মজুমদার, মধুমিতা দাসৃ, দেবযানী মজুমদার৷

সঙ্গীত, প্রভাতসঙ্গীতের সমাজচেতনা মূলক গান ‘চল চল চল, ডাক দিয়ে যাই, সবারে করি আহ্বান’, ‘আজ এগিয়ে চল সকল মানুষ ভাই’, ‘মানুষ সবাই আপন’, ‘উল্কা অশনি’ গানগুলি পরিবেশন করে মধুমিতা দাস, দেবযানী মজুমদার, অস্মিতা রোজ, অস্মিতা বেরা, ময়ূরাক্ষী মণ্ডল৷ সঙ্গীত পরিচালনা করেন শিক্ষক তপোময় কুণ্ডু৷

শ্রীস্নেহময় দত্ত রচিত ইংরেজী প্রবন্ধ‘Our Netaji’ পাঠ করে শোনায় মধুমিতা দাস৷

এই দিনেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ২০১৮-র শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষায় ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কারগুলিও ছাত্রছাত্রাদের হাতে উপস্থিত অতিথিবৃন্দ তুলে দেন৷