চুঁচুড়ায় কীর্ত্তন দিবস

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৮ই অক্টোবর হুগলী জেলার চুঁচুড়ায় কীর্ত্তন দিবস পালিত হয়৷ কীর্ত্তন দিবস উপলক্ষ্যে ওই দিন সকালে প্রভাত সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে কীর্ত্তন দিবসের সূচনা হয়৷ আধ ঘণ্টা ব্যাপী প্রভাত সঙ্গীতের পর শুরু হয় অখণ্ড ‘বাবানাম কেবলম্’ কীর্ত্তন৷ এই কীর্ত্তন চলে তিন ঘণ্টা৷ চুঁচুড়ার সকল মার্গী ভাইবোন ছাড়াও আরো অনেকেই উপস্থিত ছিলেন৷ কীর্ত্তন পরিচালনা করেন চন্দনা সেন তপোময় কুণ্ডু, দেবাশীষ ধর৷

প্রসঙ্গত উল্লেখ্য ১৯৭০ সালের ৮ই অক্টোবর আনন্দমার্গের প্রতিষ্ঠাতা শ্রীশ্রীআনন্দমূর্ত্তি ‘বাবানাম কেবলম্’ অষ্টাক্ষরী সিদ্ধমন্ত্র কীর্ত্তনের প্রবর্তন করেন৷সেই থেকে এই দিনটি বিশ্বের সর্বত্র আনন্দমার্গীরা কীর্ত্তন দিবস রূপে পালন করে থাকেন৷