বাতাসে শেফালীর সুগন্ধ, কুশ-কাশের দোলা, নীল অম্বর মাঝে সাদা মেঘের ভেলা, নীচে শিশিরসিক্ত তৃণরাশি যখন বলছে ‘‘শরৎ তোমার সুরের মায়ায় আকাশ -বাতাস মাতালো৷ দূরনীলিমার সুধারাশি ধরার জীবন রাঙালো৷’’ শরতের ‘আবহে মানুষকে আনন্দে মাতাতে চুঁচুঁড়া আনন্দমার্গ স্কুলের কচি-কাচা ছাত্র-ছাত্রার দল গত ৫ই অক্টোবর শারদ সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করল স্থানীয় কিশোর প্রগতি সঙ্ঘের মঞ্চে৷
এই উপলক্ষ্যে ছাত্র-ছাত্রারা পরিবেশন করল ছড়ায় নৃত্য, শরতের গানে নৃত্য৷ বিশেষ আকর্ষন ছিল মহান দার্শনিক শ্রীপ্রভাতরঞ্জন সরকার রচিত ও সুরারোপিত প্রভাত সঙ্গীত অবলম্বনে নৃত্যানুষ্ঠান, যা উপস্থিত দর্শকদের কাছে হৃদয়গ্রাহী হয়ে ওঠে৷ নৃত্য পরিচালনা করেন পরীক্ষিৎ চক্রবর্তী সঙ্গীত পরিচালনায় ও সঙ্গতে ছিলেন যথাক্রমে স্কুলের শিক্ষক তপোময় কুণ্ডু ও রঞ্জন দে৷ ব্যবস্থাপনায় ছিলেন শিক্ষক মানস মণ্ডল ও বাবাই দাস৷ সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা ও আনন্দমার্গের ওপর আলোকপাত করেন স্নেহময় দত্ত৷
চুঁচুড়ায় বস্ত্রদান ঃ প্রতি বৎসরের ন্যায় এই বছরেও শারদীয়া উৎসব উপলক্ষ্যে আনন্দমার্গ প্রচারক সংঘের চুঁচুঁড়া শাখার ব্যবস্থাপনায় বস্ত্রদান কর্মসূচী পালন করা হয়৷ ৭০ জন দুঃস্থ নারী পুরুষের হাতে পরণের বস্ত্র প্রদান করা হয়৷ বস্ত্র প্রদান করেন নারী কল্যাণ বিভাগের পক্ষ থেকে ডালিয়া নাগ ও মিতালী সানা৷