চুঁচুঁড়ায় আনন্দমার্গ দর্শনের উপর মনোজ্ঞ আলোচনা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৮ই সেপ্ঢেম্বর হুগলী জেলার চুঁচুড়া আনন্দমার্গ স্কুলে আনন্দমার্গ দর্শনের উপর একটি মনোজ্ঞ আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ সভায় জেলার বিভিন্ন প্রান্তের প্রায় পঞ্চাশজন মার্গী ভাইবোন আলোচনা সভায় যোগ দেন৷ সকাল ১০টায় সভার শুরুতে প্রভাত সঙ্গীত কীর্ত্তন ও মিলিত ঈশ্বর প্রণিধানের পর আলোচনা শুরু হয়৷ আনন্দমার্গ দর্শনের সামাজিক অর্থনৈতিক ও আধ্যাত্মিক বিষয়ের উপর আলোচনা করেন আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত৷ বিষয়গুলি ছিল ‘বৃহতের আকর্ষন ও সাধনা’ আন্তরিক শক্তির উৎস’ ‘প্রমা’ ও ‘অর্থনৈতিক গণতন্ত্র’৷

আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত বলেন বর্তমান সামাজিক অবক্ষয়ের কারণ শিল্প সাহিত্য সংস্কৃতিতে অশ্লীলতার বাড়-বাড়ন্ত, অর্থনৈতিক বৈষম্য ও ধর্মান্ধতা! সমাজকে এই অবক্ষয়ের হাত থেকে উদ্ধার করতে হলে পুঁজিবাদ নিয়ন্ত্রিত আর্থিক কাঠামো ভেঙে জনগণের হাতে আর্থিক ক্ষমতা তুলে দিতে হবে প্রাউটের বিকেন্দ্রিত আর্থিক ব্যবস্থা রূপায়ন করে৷ শিক্ষার প্রাথমিক স্তর থেকেই শিশু মনে নৈতিক শিক্ষা ও আধ্যাত্মিকতার বীজ বপন করতে হবে৷ মনে রাখতে হবে শুধু রাজনৈতিক নেতামন্ত্রীরা নয়, আদর্শ সমাজ ঘটনে কবি, সাহিত্যিক, শিল্পী সাংস্কৃতিক জগতের মানুষদের ভূমিকা গুরত্বপূর্ণ৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মানস মণ্ডল ও স্কুলের শিক্ষকগণ৷