চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্যাট কামিন্সের খেলার সম্ভাবনা ক্রমশ কমছে

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

আশঙ্কা ছিল৷ সেটাই সত্যি হওয়ার পথে৷ চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্যাট কামিন্সের খেলার সম্ভাবনা ক্রমশ কমছে৷ দলের সঙ্গে যাচ্ছেন না তিনি৷ ফলে এখন থেকেই বিকল্প অধিনায়ক তৈরি রাখতে চাইছে অস্ট্রেলিয়া৷ গোড়ালিতে হালকা চোট ছিল কামিন্সের৷ ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে সেই চোট আরও বেড়েছে৷ ফলে সিরিজ শেষে চোট সারাতে ব্যস্ত কামিন্স৷ পাশাপাশি এই মাসেই তাঁর দ্বিতীয় সন্তানের জন্ম হওয়ার কথা৷ সেই সময় পরিবারের সঙ্গে থাকতে চাইছেন কামিন্স৷ সেই কারণেই তাঁর খেলার সম্ভাবনা কমছে৷ এ কথা স্পষ্ট করে দিয়েছেন অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডও৷ আপাতত শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ খেলছে অস্ট্রেলিয়া৷ সেই দলে কয়েক জন ক্রিকেটার রয়েছেন, যাঁরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন৷ বাকিরাও বৃহস্পতিবার শ্রীলঙ্কা পৌঁছবেন৷ সেখান থেকে সকলে মিলে পাকিস্তান যাবেন৷ সেই দলে নেই কামিন্স৷ ফলে পরবর্তী কালে তাঁর খেলতে যাওয়ার সম্ভাবনা খুব কম৷ ম্যাকডোনাল্ড জানিয়েছেন, কামিন্স খেলতে পারবেন না ধরে নিয়ে স্টিভ স্মিথ ও ট্রেভিস হেডকে তৈরি রেখেছেন তাঁরা৷ দলের কোচ বলেন, ‘‘কামিন্সের এখনই অনুশীলন শুরু করার কোনও সম্ভাবনা নেই৷ তার অর্থ, ওর খেলার সম্ভাবনাও খুব কম৷ কামিন্স না খেললে আমাদের নতুন অধিনায়ক দরকার৷ স্মিথ ও হেডকে তৈরি রাখা হয়েছে৷ ওদের সঙ্গে আমাদের আলোচনাও হয়েছে৷ নেতৃত্বের জন্য ওদের কথা ভাবা হচ্ছে৷ স্মিথের তো দীর্ঘ দিন নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে৷ ওদের মধ্যেই কাউকে দায়িত্ব দেওয়া হবে৷’’ কামিন্স না খেললে তাঁর পরিবর্ত ঘোষণা করতে হবে অস্ট্রেলিয়াকে৷ চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আগেই বাদ পড়েছেন মিচেল মার্শ৷ কামিন্সের খেলার সম্ভাবনাও প্রায় নেই৷ আর এক পেসার জশ হেজলউডকে নিয়েও সংশয় বাড়ছে৷ চোটের কারণে ভারতের বিরুদ্ধে শেষ দিকে খেলতে পারেননি হেজলউড৷ শ্রীলঙ্কা সফরেও নেই তিনি৷ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে হেজলউডের সুস্থ হয়ে ওঠার সম্ভাবনাও কম৷ সে ক্ষেত্রে দলে আরও একটি বদল করতে হবে অস্ট্রেলিয়াকে৷