ছাত্র যুবসমাজ কে প্রাউটের  আদর্শে  উদ্বুদ্ধ  করতে  পূর্ব  উত্তরপূর্বাঞ্চলের  রাজ্যগুলিতে ব্যাপক প্রচার

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

নূতন  প্রজন্মকে বিশেষ করে ছাত্রযুব সমাজকে  প্রাউটের  আদর্শে অনুপ্রাণিত করতে ত্রিপুরা, অসম, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড প্রভৃতি  রাজ্যে জেলায় জেলায়  প্রাউট প্রশিক্ষণ  শিবির ও আলোচনা  চক্রের আয়োজন  করছে প্রাউটিষ্ট ইউনিবার্র্সলের কর্তৃপক্ষ৷ প্রশিক্ষণ শিবিরগুলিতে  প্রাউটের বিকেন্দ্রীত অর্থনীতি, স্বয়ং সম্পূর্ণ অর্থনৈতিক  অঞ্চল প্রভৃতি বিষয়ের ওপর আলোচনা  হয়৷ এগুলি ছাড়াও প্রশিক্ষণ শিবিরের একটি  প্রধান  আলোচ্য বিষয় সদবিপ্র নেতৃত্ব৷

প্রাউটের  দৃষ্টিতে  বর্তমান  সামাজিক অর্থনৈতিক  সঙ্কটের  অন্যতম প্রধান  কারণ  পুঁজিবাদ  নির্দিষ্ট  কেন্দ্রীত  অর্থনীতি ও দুর্নীতিগ্রস্ত  রাজনৈতিক  নেতৃত্ব৷ শুধু অর্থনীতি নয়, শিল্প সাহিত্য সংস্কৃতি সমাজের  সর্ব স্তরেই দুর্নীতির  জাল বিস্তার করেছে৷ অর্থনৈতিক  মন্দার অন্যতম কারণও পুঁজিবাদ নির্ভর কেন্দ্রীত অর্থনীতি৷ অর্থনীতির  নিয়মকরা আর্থিক পরিকল্পনার  পাশাপাশি  প্রতিষ্ঠিত  রাজনৈতিক দলগুলিকেও কুক্ষিগত করে নিয়েছে৷ তাই সাধারণ মানুষ দুর্নীতিগ্রস্ত রাজনীতি ও কেন্দ্রীত  অর্থনীতির যাঁতাকলে পিষ্ট হয়ে মরছে৷ নেতারা যতই গালভরা  বুলি দিয়ে  মানুষকে ভুলিয়ে  রাখার চেষ্টা করুক, পুঁজিবাদী রাষ্ট্রকাঠামোয় থেকে বর্তমান  আর্থিক  মন্দার হাত থেকে মুক্তি  পাওয়া সম্ভব নয়৷ একমাত্র প্রাউটের বিকেন্দ্রীত অর্থনৈতিক পরিকল্পনার  বাস্তবায়নের  মাধ্যমেই  বর্তমান  আর্থিক মন্দার হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব৷ কিন্তু  এর জন্যে  প্রয়োজন সৎ ও নীতিবাদে প্রতিষ্ঠিত  বলিষ্ঠ নেতৃত্ব৷

তাই প্রাউট  প্রশিক্ষণ শিবিরগুলির  মুখ্য আলোচ্য বিষয়  হচ্ছে সদ্বিপ্র নেতৃত্ব৷ বর্তমান কেন্দ্রীত  অর্থনৈতিক পরিকাঠামোর  আমূল পরিবর্তন ঘটিয়ে  ও প্রাউটের বিকেন্দ্রিত অর্থনীতিকে  রূপায়ণ  করতে হলে  চাই  দৃঢ়চেতা কঠোর  নীতিবাদে  প্রতিষ্ঠিত নেতৃত্ব৷ নেতৃত্বের এই গুণাবলি অর্জন করতে প্রয়োজন নিয়মিত যোগ সাধনা  অভ্যাসের৷ তাই  প্রশিক্ষণ শিবির গুলিতে অন্যতম একটি বিষয় নিয়মিত যোগ সাধনা অভ্যাসের প্রশিক্ষণ দেওয়া হয়৷

এছাড়াও আলোচনায় থাকছে প্রাউট ভিত্তিক স্বয়ংসম্পূর্ণ সামাজিক-অর্থনৈতিক অঞ্চল, ব্লকভিত্তিক সামঞ্জস্যপূর্ণ অর্থনৈতিক পরিকল্পনা ও প্রাউটের অন্যান্য বিষয়গুলি৷

বর্তমান প্রজন্মের বিশেষ করে ছাত্র যুবসম্প্রদায় বিপুল উদ্দীপনার সঙ্গে প্রশিক্ষণ শিবিরগুলিতে যোগ দিচ্ছে৷ তারা  অনেকেই প্রাউটের আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগ সাধনা অভ্যাসের  প্রশিক্ষণ নিচ্ছে ও প্রাউটিষ্ট ইউনিবার্সালের কর্মী হয়ে সমাজের কল্যাণমূলক কাজে আত্মনিয়োগ করছে৷

সম্প্রতি পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, উত্তরবঙ্গে এই ধরনের প্রশিক্ষণ শিবির  অনুষ্ঠিত হয়৷ এছাড়া অসম ত্রিপুরাতেও বেশ কয়টি প্রাউট প্রশিক্ষণ শিবির হয়৷ শিবিরগুলিতে প্রশিক্ষক হিসাবে  থাকছেন প্রাউটিষ্ট  ইউনিবার্র্সলের সাধারণ সচিব আচার্য রবিশানন্দ অবধূত, কেন্দ্রীয় সংঘটন  সচিব আচার্য প্রসুনানন্দ অবধূত, আচার্য সত্যস্বরূপানন্দ অবধূত, আচার্য বিশ্বমিত্রানন্দ অবধূত, আচার্য সুনন্দানন্দ অবধূত, আচার্য অমৃতাবোধানন্দ  অবধূত প্রমুখ  নেতৃবৃন্দ৷ স্থানীয় প্রাউটিষ্ট কর্মীদের  সঙ্গে নিয়ে  শিবিরগুলির আয়োজন করেছেন আচার্য কৃষ্ণস্বরূপানন্দ অবধূত, আচার্য সর্বজ্ঞানানন্দ অবধূত, আচার্য জপকৃষ্ণানন্দ অবধূত প্রমুখ৷