ছাত্ররা স্কুলে এসে ‘ফেসিয়াল স্ক্যানিং’ করলেই ছাত্রদের স্কুলে পৌঁছোনোর খবর পাবেন অভিভাবকরা

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

স্কুলের নাম করে আর অন্যত্র ঘুরে বেড়ানো যাবে না৷ স্কুলে ঢোকার সময়েই তথ্য পৌঁছে যাবে অভিভাবকের কাছে৷ প্রযুক্তির ব্যবহার করে পড়ুয়াদের স্কুলমুখী করতে পদক্ষেপ করল সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল৷ পড়ুয়াদের উপস্থিতির উপরে নজরদারি চালাতে ‘ফেসিয়াল স্ক্যানিং’ এবং গুগল প্লে-স্টোরের মাধ্যমে অ্যাপ চালু করতে চলেছে নারায়ণ দাস বাঙুর মেমোরিয়াল মাল্টিপারপাস স্কুল৷

স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় বড়ুয়া বলেন, ‘‘আমাদের কাছে বিভিন্ন সময়ে বহু অভিযোগ এসেছে অভিভাবকদের কাছ থেকে৷ বেশ কিছু ছাত্র স্কুলের নামে ঘর থেকে বেরোলেও পরে স্কুলে এসে উপস্থিত হয়নি৷ এ ছাড়াও অকারণে ছুটি নেওয়া প্রবণতা বৃদ্ধি পাচ্ছিল৷ সব দিক বিচার করে ডিজিটাল নজরদারির উপর জোর দিতে এই ব্যবস্থা স্কুলের৷ সম্পূর্ণ স্কুলের উদ্যোগে এই কাজ করা হয়েছে৷’’

স্কুলের তরফ থেকে বেসরকারি সংস্থার উদ্যোগে তৈরি করা হয়েছে বিশেষ অ্যাপ৷ যা গুগল প্লে-স্টোরে গিয়ে স্কুলের নাম টাইপ করলেই ডাউনলোড করতে পারবেন অভিভাবক থেকে পড়ুয়ারা৷ এই অ্যাপে দু’টি বিভাগ করা হয়েছে৷ একটি হল, অ্যাকাডেমিক বিভাগ এবং অপরটি হল নন অ্যাকাডেমিক বিভাগ৷

ইতিমধ্যেই অবশ্য বেশ কয়েকটি স্কুল পড়ুয়াদের ‘বায়োমেট্রিক অ্যাটেনডেন্স’ চালু করেছে৷ নারায়ণ দাস বাঙুর মেমোরিয়াল মাল্টিপারপাস স্কুলের এক প্রবীণ শিক্ষকের বক্তব্য, এ ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময়ে বহু পড়ুয়া সেই বায়োমেট্রিক কার্ডের অপব্যবহার করছে৷ অন্য কাউকে সেই কার্ড দিয়ে স্কুলে পাঠিয়ে দেওয়া হচ্ছে৷ এমন চেষ্টা বানচাল করতে ‘ফেসিয়াল স্ক্যানিংয়ের’ ব্যবস্থা করা হয়েছে৷ শুধু তাই নয়, ছাত্ররা স্কুলে এসে ফেসিয়াল স্ক্যানিং করলেই তার সমস্ত তথ্য চলে যাবে অভিভাবকের মোবাইলে ডাউনলোড করা অ্যাপে৷ সে কোন সময়ে স্কুলে এসেছে এবং স্কুল থেকে কোন সময়ে বেরিয়ে গিয়েছে, তা জানতে পারবেন অভিভাবক৷

তবে স্কুলের তৈরি করা এই অ্যাপ শুধু উপস্থিতি সংক্রান্ত তথ্যের জন্য নয়৷ এই অ্যাপের মাধ্যমেই ছুটির আবেদন করতে হবে পড়ুয়াদের৷ ক্লাসের কোনও সমস্যা হলে সেটাও সরাসরি অভিযোগ নথিভুক্ত করা যাবে৷ এমনকি ভিডিও আপলোড ও ডাউনলোড করার সুযোগও থাকছে৷ এ ছাড়া, রেজাল্টও এই অ্যাপের মাধ্যমে দেখতে পাবে অভিভাবকেরা৷

এই অ্যাপের আর একটি বিশেষত্ব হল পড়াশোনার পাশাপাশি এতে ছাত্র-ছাত্রীদের গান, বাজনা এবং স্কিল ডেভেলপমেন্টের উপরেও গুরুত্ব দেওয়া হয়েছে৷ স্পোকেন ইংলিশ, রবীন্দ্র সঙ্গীত, আধুনিক গান-সহ নানা ভিডিও আপলোড করা থাকবে এতে, যা পড়ুয়ারা চাইলে দেখতে পারবে৷

স্কুলের তরফ থেকে উপস্থিতির জন্য তিনটি সময় ধার‌্য করা হয়েছে৷ ১০.৪০ মিনিটে যারা স্কুলে প্রবেশ করবে, তাদের উপস্থিত ধরা হবে৷ এগারোটার মধ্যে স্কুলে এলে সংশ্লিষ্ট পড়ুয়াকে লেট বলে গণ্য করা হবে৷ ১১ টা বেজে পাঁচ হয়ে গেলে তাকে অনুপস্থিত বলে দেখানো হবে৷

কবে এই নতুন পদ্ধতি চালু হবে তা এখনও স্কুল কর্তৃপক্ষ ঠিক করেনি৷ তবে জানুয়ারির তৃতীয় সপ্তাহে পঞ্চম শ্রেণি থেকে শুরু হবে পড়ুয়াদের ‘ফেসিয়াল স্ক্যানিং’-এর প্রক্রিয়া৷ এই প্রক্রিয়া সম্পূর্ণ হলেই দ্রুত এই নয়া উপস্থিতির পদ্ধতি চালু করা হবে বলে জানাচ্ছেন স্কুল কর্তৃপক্ষ৷ তবে এই অ্যাপ ডাউনলোড করা যাবে একটি মাত্র ফোন নম্বরে রেজিস্ট্রেশনের মাধ্যমে৷ একাধিক ব্যক্তি এই অ্যাপ ব্যবহার করতে পারবেন না৷ প্রথমে এই ’’ফেসিয়াল স্ক্যানিং’’- এর মাধ্যমে পড়ুয়াদের উপস্থিতি নথিভুক্ত করা হলেও, আগামী দিনে শিক্ষক ও শিক্ষাকর্মীদের উপস্থিতিও এই ‘ফেসিয়াল স্ক্যানিং’- এর মাধ্যমে করা হবে বলে জানাচ্ছেন স্কুল কর্তৃপক্ষ৷