ছোটদের কলকাতা ডার্বিতে মহমেডান স্পোর্টিংকে ১১ গোলে হারিয়েছে মোহনবাগান

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

লকাতা ডার্বিতে দাপট দেখাচ্ছে মোহনবাগান৷ ছোটদের খেলাই হোক, বা আইএসএল, একের পর এক ম্যাচ জিতছে তারা৷ ইস্টবেঙ্গলের পর এ বার মহমেডান স্পোর্টিংকেও হারিয়েছে মোহনবাগান৷ অনূর্ধ-১৩ সাব জুনিয়র লিগের ম্যাচে সাদা-কালো ব্রিগেডকে ১১-০ গোলে উড়িয়ে দিয়েছে সবুজ-মেরুন৷

বুধবার বাঁশবেড়িয়া কিশোর সঙ্ঘের মাঠে মহমেডানকে দাঁড়াতে দেয়নি মোহনবাগান৷ প্রথমার্ধেই হয় ছ’টি গোল৷ বাকি পাঁচটি গোল আসে দ্বিতীয়ার্ধে৷ মোহনবাগানের মোট ন’জন ফুটবলার গোল করেছে৷ নীরব রায় ও রাজ মুদি করেছে জোড়া গোল৷ সিধু সোরেন, অনুব্রত বাউল দাস, কার্তিক হেমব্রম, সৈয়দ বশির আনোয়ার, জিয়ন হাঁসদা, সাগ্ণিক কুন্ডু ও অর্চিষ্মান পাল একটি করে গোল করেছে৷

এই লিগে প্রথম ম্যাচে সাগ্ণিকের করা গোলে ইস্টবেঙ্গলকে হারিয়েছিল মোহনবাগান৷ দ্বিতীয় ম্যাচে অবশ্য সাগ্ণিক একা নয়, আরও আট ফুটবলার গোল করল৷ পর পর দুই ম্যাচ জিতে অনূর্ধ-১৩ সাব জুনিয়র লিগের পয়েন্টে তালিকার শীর্ষে মোহনবাগান৷

এই মরসুমে প্রতিপক্ষ দুই প্রধানের বিরুদ্ধে ডার্বিতে দাপট দেখিয়েছে মোহনবাগান৷ সিনিয়র ও জুনিয়র মিলিয়ে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ১২টি ম্যাচ খেলেছে বাগান৷ জিতেছে ন’টি ম্যাচ৷ দু’টি ম্যাচ ড্র হয়েছে৷ একটি মাত্র ম্যাচ জিতেছে ইস্টবেঙ্গল৷ মহমেডানের বিরুদ্ধেও একই ছবি৷ আইএসএলে ইস্টবেঙ্গল ও মহমেডানকে দু’টি লেগেই হারিয়েছে সবুজ-মেরুন৷