দাবানলের কবলে কানাডা

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

গত এক সপ্তাহ ধরে কানাডায় ঊধর্বমুখী তাপমাত্রা রেকর্ড গড়ছে৷ যার জেরে এ বার দাবানলে বিধবস্ত পশ্চিম কানাডার অ্যালবাটা প্রদেশ৷ অন্যদিকে আবার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের অন্দরে দ্রুত গলছে বরফ৷ যার জেরে জারি হয়েছে বন্যার সতর্কতা৷ এই দুই পরিস্থিতির জেরে ঘর ছাড়া বহু মানুষ৷  অ্যালবার্টার স্থানীয় প্রশাসন সূত্রে খবর, শুক্রবার মোট ১৩ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে৷ এখনও বিভিন্ন এলাকা মিলিয়ে সেখানে কমপক্ষে ৭৮টি দাবানল জ্বলছে বলে জানাচ্ছে দমকল৷ সবচেয়ে ক্ষতিগ্রস্ত রেড রিভার ক্রি নেশন এলাকা৷ সেখানে ইতিমধ্যেই ২০টি বাড়ি ও স্থানীয় থানাটি গ্রাস করেছে আগুনের লেলিহান শিখা৷ বাসিন্দাদের নিরাপত্তার কথা মাথায় রেখে অ্যালবার্র্ট প্রদেশের রাজধানী এডমন্টনের পশ্চিমে অবস্থিত ড্রেন্টন ভ্যালি অঞ্চলটি দ্রুত খালি করার নির্দেশ জারি হয়েছে৷ সেখানে প্রায় সাত হাজার মানুষ বসবাস করেন৷ দুর্র্যেগ পরিস্থিতির মোকাবিলা করার জন্য প্রশাসন বিভিন্ন প্রস্তুতি নিয়েছে৷ ওখানকার এক আধিকারিক জানিয়েছেন---‘‘ এই অঞ্চলে দাবানল কোন বিরল ঘটনা নয়৷ কিন্তু বছরের এমন সময় দাবানলের এমন বীভৎস রূপ সাম্প্রতিক অতীতকালে দেখা দেয়নি৷  যা আগে থেকে জানা বা বোঝা যাচ্ছে যে এই অঞ্চলে আরও গরম বাড়বে, বাতাসের বেগও তীব্রতর হবে৷ ফলে দাবানলের দাহ্য ক্ষমতাও আরও বৃদ্ধি পাবে৷ এমন ভয়াবহ পরিস্থিতির সম্পূর্ণ মোকাবিলা করার জন্য বিশেষ প্রস্তুতি নিয়েছে দমকল  কর্মীরা৷

এদিকে বরফের গলনের ফলে নদীর জলস্তরও বৃদ্ধি পেতে শুরু করেছে৷ সমস্যার মুখে পরতে হচ্ছে ব্রিটিশ কলাম্বিয়ার বাসিন্দাদের৷ নদী উপচে জল ঢুকে পড়ছে নদী উপকূলবর্তী বহু বাড়িতে৷  এছাড়া ভারি বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দপ্তর৷ এর ফলে সপ্তাহের শেষে পরিস্থিতি আরও খারাপের দিকে  যেতে পারে বলেই সকলের ধারণা৷ এরফলে প্রশাসন জানিয়েছে যে বন্যাও হতে পারে কানাডায়৷