‘ডাক্তার অমরনাথ চক্রবর্তী নক-আউট ফুটবল টুর্নামেন্ট

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

যুবসমাজকে খেলাধুলার প্রতি আকর্ষিত ও সামাজের শুভ কাজে অধিক পরিমাণে লিপ্ত হতে৷ সামাজের অবক্ষয় থেকে যুবসমাজকে রক্ষা করতেSSAC-আনন্দনগর গ্রামের ছেলেমেয়েদের খেলাধুলার মাধ্যমে তাদের সুপ্ত প্রতিভাকে জাগিয়ে তুলতে সদা সচেষ্ট৷ শিশু বয়স থেকে প্রাপ্ত বয়স্ক পর্যন্ত ফুটবল টুর্নামেন্ট ও লীগ খেলার আয়োজন করে থাকে৷ এর মাধ্যমে প্রতিভা সম্পন্ন ছেলে ও মেয়েদের চিহ্ণিত করা হয়৷ প্রতিভাসম্পন্নদের বিশেষ সুযোগ-সুবিধা প্রদান করা হয় যাতে ভবিষ্যতে সমাজের অমূল্যসম্পদে পরিণত হয়৷

এই লক্ষ্যকে সামনে রেখে ৭-৮ সেপ্ঢেম্বর’২৪ আনন্দনগরে স্বর্গীয় ডাক্তার অমরনাথ চক্রবর্তী নক-আউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়৷ মোট ১৬টি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করে৷ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ডুকাডিহ ফুটবল ক্লাব বনাম তুপকাডি ফুটবল ক্লাবের মধ্যে প্রতিযোগিতা হয়৷ তুপকাডি ৩-০ গোলে ডুকাডিকে পরাজিত করে৷

১) চ্যাম্পিয়ন হয়--- তুপকাডি ফুটবল ক্লাব ২) রানার্স আপ হয়--- ডুকাডি ফুটবল ক্লাব ৩) ম্যান অব দ্যা ফাইনাল হয়---ছোটেলাল সরেন, তুপকাডি ৪) ফাইনালে ফাষ্ট গোল করে--- রাহুল দিগর, তুপকাডি ৫) ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয় --- সুদর্শন দিগর, তুপকাডি ৬) বেষ্ট গোল কিপার হয় ---রাহুল সাহু, তুপকাডি ৭) সর্র্বেচ্চ গোল করে ---সুরজ দিগর, তুপকাডি, ডাক্তার অমরনাথ চক্রবর্তী রাঁচি মেডিক্যাল কলেজের অধ্যাপক ছিলেন৷ তিনি অমায়িক, সর্বদা সেবাপরায়ণ ও গুরুর প্রতি একনিষ্ঠ ভক্ত ছিলেন৷ তাঁর পুত্র সুশান্ত চক্রবর্তীর আর্থিক সহযোগিতায় এই টুর্নামেন্টের আয়োজন করা হয়৷

ষোলটি দলের নাম ---১) ডোকাডি ফুটবল ক্লাব ২) জুনিয়র টাইগার ফুটবল ক্লাব ৩) জে এস নারায়ণডি ৪) টোলা বাড়াডি ফুটবল ক্লাব ৫) ঝালদা ফুটবল ক্লাব ৬) জয়পুর ফুটবল ক্লাব ৭) ফাইটার-১১ ৮) সি কে -১১ মনিপুর৷ ১) সিংঘাঘরা ফুটবল ক্লাব ২)SSAC আনন্দনগর ৩) তুপকাডি ফুটবল ক্লাব ৪) বেলডি ৫) প্রসেনজিৎ স্পোর্টিং, চিৎমু ৬) বহাগড় বিএফসি ৭) হাঁসদা ব্রাদার্স,কাশি ঝড়িয়া ৮) জয় মা দুর্গা ক্লাব, ডামরা