দ্বিতীয় টেস্ট থেকেই ভারতকে ঘুরে দাঁড়াতে হবে মারামারি করে বেন স্টোকসের খেলা অনিশ্চিত

সংবাদদাতা
ক্রীড়া সংবাদদাতা
সময়

ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে জয়লাভ করার পর ইংল্যাণ্ড শিবির খুশিতে ডগমগ৷ সিরিজের প্রথম টেস্টে ভারতের বিরাট কোহলি ছাড়া তেমন লড়াই করতে পারেনি ভারতীয় ব্যাটসম্যানরা৷ টি-টোয়েণ্টি ও একদিনের আন্তর্জাতিকের সিরিজ শেষ হবার পর টেস্ট ম্যাচের জন্য ভারতীয় খেলোয়াড়রা নিজেদের তেমনভাবে মানিয়ে নিতে পারেনি৷ তবে এটা ঠিক যে প্রথম টেস্টে ভারতেরও জেতার সম্ভাবনা ছিল৷ কিন্তু দ্বিতীয় ইনিংসে ইংল্যাণ্ডের নবাগত অলিভার পোপের অনবদ্য হাফ সেঞ্চুরী ও ম্যাচে তাঁর চার উইকেট ইংল্যাণ্ডের জয়ে অনেকটাই সাহায্য করে৷ আসলে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে একসঙ্গে কয়েকজনের অফ ফর্ম ভারতকে ভুগিয়েছে৷ তবে এই টেস্টে পরাজয় থেকেই ভুলগুলো শুধরে নিতে হবে ভারতীয় খেলোয়াড়দের৷ ইংল্যাণ্ডের দু-তিনজন খেলোয়াড় দুই দলের মধ্যে তফাৎ গড়ে দিল৷ বিরাট-রোহিতরা নিজেদের ভুলত্রুটিগুলো শুধরে নিয়েই দ্বিতীয় টেস্টে মাঠে নামবে টীম ইণ্ডিয়া৷ লর্ডসে অন্য ভারতীয় ব্রিগেড ইংল্যাণ্ডের মোকাবিলা করবে৷

এদিকে ব্রিটিশ মিডিয়াকে ইংল্যাণ্ডের কোচ ও অধিনায়ক জানাচ্ছেন যে ভারতীয় দলকে হারানো তেমন কোনও কঠিন ব্যাপার নয়৷ চাপে রাখলে কোহলিরা ভুল করবেনই৷ সেই সূত্র ধরে এগোলে ইংল্যাণ্ডের পক্ষে এই সিরিজ বড় ব্যাবধানে জিতে নেওয়া তেমন কষ্টকর ব্যাপার নয়৷ তাদের দলের সকলেই ফর্মে রয়েছে ও ভারতের বিরুদ্ধে বাকি ম্যাচগুলোতে তাদের জয় একরকম নিশ্চিত৷

আসলে মাঠের বাইরে ইংল্যাণ্ডের অলরাউণ্ডার বেন স্ট্রোকস্ যে কাণ্ডটি ঘটিয়েছেন তাকে চাপা দিতে ইংল্যাণ্ড মিডিয়া ও ইংল্যাণ্ড দল উঠেপড়ে চেষ্টা চালাচ্ছে৷ গভীর রাতে পানশালার বাইরে মারপিট করে পুলিশের কাছে ধরা পড়েছেন বেন৷ ঘটনাটি এতদূর গড়িয়েছে যে চলতি মাসের মাঝামাঝিতে বেন ইংল্যাণ্ড দলে যোগ দিতে পারবেন কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ দানা বঁধেছে৷ ইংল্যাণ্ডের এই অলরাউণ্ডারকে হাজিরা দিতে হবে আদালতে৷ তাই দলের সঙ্গে অনুশীলনে তিনি আগামী বেশ কয়েকদিন  অনুপস্থিত থাকবেন৷ ইংল্যাণ্ড দল দ্বিতীয় টেস্টে তো নয়ই তৃতীয় টেস্টেও তাঁকে দলে রাখবে কিনা তা নিয়ে ধোঁয়াশা৷ দলের এক খেলোয়াড়ের মারামারি করে আদালতে হাজিরা দিতে যাওয়ার ব্যাপারটাকে চাপা দেওয়ার জন্যেই ইংল্যাণ্ড দলের পক্ষ থেকে মিডিয়ার কাছে নানাভাবে চেষ্টা চালানো হচ্ছে৷