দেব ব্রাদার্স কর্তৃক সায়র খনন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আনন্দমার্গ স্কুলের প্রাক্তন ছাত্ররা ‘দেব ব্রাদার্স’ নামে নিজেদের পরিচিতি দিয়ে গুরুদেব শ্রীশ্রীআনন্দমূর্তিজী প্রদত্ত সমাজের সার্বিক কল্যাণে উপযোগী দক্ষিণপ্রত্যন্ত আনন্দনগরের প্রজেক্ট গুলো বাস্তবায়ন করতে শুরু করেছে৷ বৃষ্টির জলকে সংরক্ষণ করার জন্যে বেলামু পাহাড়ের পাদদেশে একটি সায়র খনন কাজ শুরু করেছে৷