দেহকে সুন্দর রাখে গাধার দুধে তৈরী সাবান!

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী ও বিজেপি সাংসদ মানেকা গান্ধী গ্ল্যামার জগতের তারকাদের সৌন্দর্যচর্চা নিয়ে  অভিনব টিপস দিলেন৷ তার দাবী গাধার দুধে লুকিয়ে রয়েছে নারীদের সৌন্দর্যের সাজে সমাধান৷ নারীদের ত্বক সুন্দর রাখে গাধার দুধ দিয়ে তৈরী সাবানে৷ তার বক্তব্য অনুযায়ী প্রাচীন যুগের মিশরের রাণী ক্লিওপেট্রাও নাকি নিজের সৌন্দর্য বৃদ্ধির জন্য গাধার দুধে স্নান করতেন৷ মানেকা গান্ধীর বক্তব্যে জানা গেছে যে গাধার দুধে তৈরী প্রতিটি সাবানের দাম ৫০০ টাকা৷ বর্তমান গাধার সংখ্যা কমে যাওয়া নিয়ে পশুপ্রেমী হিসাবে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন৷ তিনি বলেন সে গাধার সংখ্যা দিন দিন কমছে৷ ধোপারাও গাধার ব্যবহার বন্ধ করে দিয়েছে৷ তাহলে গাধারা যাবে কোথায়৷ লাদাখের এক গোষ্ঠী গাধার দুধের ব্যবহার শুরু করে৷ গাধার দুধ দিয়ে তৈরী সাবান মহিলাদের সৌন্দর্য ধরে রাখার সহায়ক বলে মনে করা হয়৷ এই উদাহরণ সামনে রেখে তিনি বলেন আমরা কেন তাহলে গাধার দুধ ও ছাগলের দুধ দিয়ে সাবানের ব্যবহার শুরু করবো না৷ শুধু তাই নয় তিনি আর বলেন, বর্তমান গাছ কমে যাওয়ার কারণে কাঠের দাম বেড়ে গেছে৷ দেহ সৎকারের কাজের কাঠের ব্যবহার তাই খুবই ব্যয় বহুল হয়ে উঠেছে৷ ১৫-২০ হাজার টাকা খরচ হয় একজন মৃত মানুষের দেহ সৎকার করতে৷ তাই গোবরের সঙ্গে সুগন্ধী মিশিয়ে বিশেষ ধরনের তৈরী ঘুটে দিয়ে অন্ত্যোষ্টি করলে খরচ দেড় থেকে দু হাজার টাকায় নেবে আসবে৷