দেশ থেকে বিদায় পর্ব শুরু হল বর্ষার

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

স্বাভাবিক সময়ের আটদিন পর দেশ থেকে এ বছরের মতো বিদায় নিতে শুরু করেছে বর্ষা৷ গত সোমবার দেশের একাংশ থেকে বর্ষার বিদায় পর্ব শুরু হয়েছে৷ একথা জানিয়েছে মৌসম ভবন৷ এসেছিলও দেরীতে, তার বিদায় পর্বও দেরীতে৷

মৌসমভবন জানিয়েছে---গত সোমবার রাজস্থানের কিছু অংশ থেকে সরেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু৷ বর্ষা বিদায়ের স্বাভাবিক সময় ছিল গত ১৭ই সেপ্ঢেম্বর৷ অর্থাৎ প্রায় আট দিন পর বিদায় পর্ব শুরু হয়েছে বর্ষার৷ এটা নিয়ে দেশে ১৩ বার বিদায় নিতে দেরি হল বর্ষার৷ এবছরে বর্ষার আগমনও হয়েছিল দেরিতে৷ এদেশে বর্ষা আসার স্বাভাবিক সময় ১লা জুন৷ দেশের মধ্যে কেরলে প্রথম পা রাখে বর্ষা৷ তবে এ বছরে দক্ষিণের এই রাজ্যে বর্ষা ঢুকেছে ৮ই জুন৷ মৌসম ভবন সূত্রে জানা গেছে, গত ১৭ই সেপ্ঢেম্বর থেকে উত্তর-পশ্চিম ভারত থেকে বিদায় নিতে শুরু করে বর্ষা৷ আগামী ১৫ই অক্টোবরের মধ্যে দেশ থেকে পুরোপুরি ভাবে বর্ষার বিদায় পর্ব শেষ হবে৷ এ বছর দেশে বর্ষায় স্বাভাবিকের চেয়ে খানিকটা কম বৃষ্টি হয়েছে৷ এখনও পর্যন্ত দেশে বর্ষায়  বৃষ্টি হয়েছে ৭৯৬.৪ মিমি৷ বৃষ্টির স্বাভাবিক পরিমাণ ৮৪৩.২ মিমি৷ চলতি বছরে বর্ষায় বৃষ্টির পরিমাণ স্বাভাবিক হবে বলেই পূর্বাভাস দিয়েছিল মৌসম ভবন৷ বর্ষার বিদায় দেরিতে হওয়ায়  দেশের কোথাও কোথাও অসময়ে বৃষ্টি হচ্ছে৷ যার ফলে কৃষিকাজে প্রভাব পড়েছে৷