দেশে বেকারত্বের হার বৃদ্ধি

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

দেশে বেকারত্ব দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে৷ সেন্টার ফর মনিটারিং ইন্ডিয়ান ইকনমির তথ্য অনুযায়ী গত এক মাসে ০.২৩ শতাংশ বেকারত্ব বৃদ্ধি পেয়েছে দেশে৷ গত মার্চ মাসে বেকারত্বের হার ছিল ৭.৬০ শতাংশ৷ এপ্রিলে তা বেড়ে হয়েছে ৭.৮৩ শতাংশ৷ বেকারত্বের হার সবথেকে বেশী  হরিয়ানায় ৩৪.৫ শতাংশ৷ এরপরেই আছে রাজস্থান---২৮.৮ শতাংশ৷ সি.এম.আই.ইর তথ্যানুযায়ী শহরাঞ্চলে বেকারত্বের হার বৃদ্ধি বেশী৷ মার্চ মাসে শহরাঞ্চলে বেকারত্বের হার ছিল ৮.২৮ শতাংশ৷ এপ্রিল মাসে বেড়ে হয় ৯.২২ শতাংশ৷ ওই সময়ে গ্রামাঞ্চলে বেকারত্ব ৭.১৮ থেকে বেড়ে হয় ৭.২৯ শতাংশ৷