দেশে করোনা রোগী সুস্থ হওয়ার সংখ্যা এখন বেশি দেখা গেছে - ইন্ডিয়ান কাউন্সিল  অব মেডিক্যাল রিসার্চ (আই.সি.এম. আর) এর সমীক্ষায়

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ এর সমীক্ষায় দেখা গিয়েছে  বহু করোনা আক্রান্তদের শরীরের মধ্যে অজান্তে করোনাবাইরাসের অ্যান্টিবডি তৈরি হয়ে যাচ্ছে । প্রথম পর্যায় যা জানা গেছে  তা হল কনটেনমেন্ট জোন  সংক্রমিত এলাকার মানুষদের একটা বড় অংশের শরীরেই কোভিড-১৯ প্রতিরোধের ক্ষমতা উৎপন্ন হয়েছে । সংক্রমণ যেমন নিঃশব্দে বেড়েই চলেছে, তেমনি তার বিপরীত ভাবে বাইরাসের সাথে লড়াই করার ক্ষমতাও বৃদ্ধি পাচ্ছে মানুষের শরীরে । ফলে আশার আলো দেখছে স্বাস্থ্যমন্ত্রক । চিন্তা অবশ্য পুরোপুরিভাবে কাটছে না, কিন্তু ভবিষ্যতে করোনা বাইরাসের সঙ্গে লড়বার এরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে থাকলে সংক্রমণের সংখ্যায়ও কমতে থাকবে ভারতে । তাই স্বাস্থ্যমন্ত্রক দাবী করেছে, আগামী দিনে দেশে সুস্থতার হার বৃদ্ধি পাবে । দেশের ৭০টি জেলায় সমীক্ষা চালিয়ে দেখা গেছে, কিছু ক্ষেত্রে  কন্টেনমেন্ট জোনগুলির  মোট ৩০ শতাংশ সংক্রমিত হলেও সকলেই সেরে উঠেছে  খুব শীঘ্রই । তাদের রক্তে অ্যান্ডিবডি পাওয়া গেছে । এভাবেই কন্টেনমেন্ট এলাকায় নতুন সংক্রমণের হার কমবে । কারণ বিশেষজ্ঞরা জানিয়েছেন, কোনও জনগোষ্ঠীর ৬০ শতাংশের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হলে  বাইরাস নতুন করে ছড়াতে পারে না । ইউরোপ ও আমেরিকার বিশেষজ্ঞরাও আবার করোনার নোতুন করে সংক্রমণের কথা ভাবছেন তা হয়তো শীতকালে বৃদ্ধি পেতে পারে । কিন্তু তাঁরাও আশ্বাস দিয়েছেন, যে সংক্রমনের হার  কমবে, সুস্থ মানুষের সংখ্যা বাড়বে।  জনগোষ্ঠীতে করোনার বিরুদ্ধে লড়াই করা অর্র্থৎ রোগ প্রতিরোধের ক্ষমতাও বৃদ্ধি পাবে।