প্রাকৃতিক গ্যাসের জ্বালানিতে মালবাহী গাড়ি চালানোর বিশেষ ব্যবস্থা করল টাটা মোটরস৷ দেশের প্রথম সি.এন.জি চালিত ট্রাক নিয়ে এল সংস্থাটি৷ গত সোমবার মুম্বইয়ে আনুষ্ঠানিকভাবে ছোট-বড় মোট ১৫টি এহেন ট্রাক প্রকাশ্যে আনল টাটা৷ তার মধ্যে তিন ধরনের সি.এন.জি চালিত ট্রাক রয়েছে৷ এছাড়াও রয়েছে প্রিমিয়াম মডেলের ট্রাক---‘সিগমা’, ‘আল্ট্রা’ ও ‘প্রাইমা’৷ টাটা মোটরসের কমার্শিয়াল গাড়ির এগজিকিউটিভ ডিরেক্টর গিরিশ ওয়াঘ বলেন, জ্বালানির ক্ষেত্রে সবচেয়ে সাশ্রয়কারী সি.এন.জি৷ একবার ট্যাঙ্কে গ্যাস ভরলে প্রায় হাজার কিমি পর্যন্ত চলবে এই ট্রাক৷ গ্যাস ভরার জন্য দুটি নল থাকছে৷ অন্যদিকে ‘সিগমা’, ‘আল্ট্রা’ ও ‘প্রাইমা’তে থাকছে অ্যাডভান্সড ড্রাইভার মনিটরিং সিস্টেম (অ্যাডাস) স্ক্রিন-টাচ ইনফোটেইনমেন্ট সিস্টেম৷ এছাড়াও টাটার প্রিমিয়াম ট্রাকে প্রথমবারের জন্য নিয়ে আসা ড্রাইভার মনিটরিং সিস্টেম৷ সংস্থার দাবী, রাতে হাইওয়েতে চালকের চোখ বুজে এলে ড্রাইভার মনিটরিং সিস্টেম সেটা ‘ডিটেক্ট’ করে অ্যালার্ম বাজাবে৷ এতে দুঘর্টনা এড়ানো যাবে৷