দেশের ক্রীড়াবিদেরা ১০৭টি পদক জেতাতেও খুশি নন মেরি

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

২০২৩ সালের এশিয়ান গেমসে ভারতীয় ক্রীড়াবিদরা রেকর্ড সংখ্যক পদক জিতেছিলেন৷ তবু দেশের তরুণ প্রজন্মের খেলোয়াড়দের নিয়ে খুশি নন মেরি কম৷ ছ’বার বিশ্বচ্যাম্পিয়ান হওয়া বক্সারের মতে--- ‘দেশের তরুণ খেলোয়াড়দের মধ্যে জেতার কিদে অনেক কম৷’ তরুণদের মানসিকতায় তিনি পুরোপুরি হতাশ৷ নিজে খেলা চালিয়ে যেতে পেশাদার বক্সিংয়ে নামার ইঙ্গিত দিয়েছেন, তরুণ খেলোয়াড়দের সমালোচনা করে নিজের উদাহরণ দিয়েছেন তিনি৷ মেরি বলেন ---আমাকে দেখুন, আমি এখন ৪১ বছরের৷ কিন্তু এই বয়সে আমি দারুণ ফিট৷ আরও আরও সাফল্য চাই আমি৷ এখনও পদক জেতার খিদে রয়েছে আমার৷ অথচ তরুণ প্রজন্ম ওরা একটা পদক জিতেই সন্তুষ্ট হয়ে যাচ্ছে৷ একবার চ্যাম্পিয়ান হয়েই শেষ হয়ে যাচ্ছে ওদের খিদে৷ এটাই পার্থক্য৷ ওদেরও উচিত আমার মতো খিদে ধরে রাখা৷ চেষ্টা করলে ওরাও কিন্তু দেশকে আরও পদক দিতে পারে৷’’

মেরি আরও বলেন--- যাঁরা আন্তর্জাতিক ও বিশ্ব পর্যায়ে সাফল্য পাচ্ছেন, তাঁদের উচিত আরও উন্নতি করা৷ যতদিন সম্ভব দেশের জন্য পদক জেতার চেষ্টা করা৷ কিন্তু সেই চেষ্টাটাই তিনি দেখছেন না তরুণ প্রজন্মের মধ্যে৷