কেরালায় শবরীমালার মন্দিরে মহিলাদের প্রবেশাধিকার সম্পর্কিত মামলাটির পুনর্বিবেচনায় সম্মত হল সুপ্রিম কোর্ট৷ আগামী ২২শে জানুয়ারী প্রকাশ্য এজলাসে শুনামি গ্রহণ করা হবে বলে প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন বিশেষ বেঞ্চ এই রায় দিয়েছে৷
গত ২৮ শে সেপ্ঢেম্বর সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন বিশেষ বেঞ্চ ঐতিহাসিক রায় দিয়েছিল, শবরীমালা মন্দিরে সব বয়সের মেয়েরা প্রবেশাধিকার পাবে৷ কিন্তু আইয়াপ্পা ভক্তরা তাদের পরম্পরা হিসেবে এই রায়কে মেনে নিতে পারে নি৷ তারা ঋতুমতী মহিলাদের কোনোমতেই মন্দিরে প্রবেশাধিকার দিতে নারাজ৷ তারা রাজ্যজুড়ে তুমুল বিক্ষোভ আন্দোলন গড়ে তোলে৷
বলা বাহুল্য তাদের এই ডগ্মাকে পুরোপুরি সমর্থন জানিয়েছে বিজেপি ও কংগ্রেস উভয় পার্টি৷ নির্বাচনে আইয়াপ্পা গোষ্ঠীর সমর্থন লাভের উদ্দেশ্যেই তাদের এই ভূমিকা৷
গত ২ মাসে শবরীমালা রায়ের প্রতিবাদে হিংসাত্মক বিক্ষোভের দায়ে রাজ্যজুড়ে প্রায় ৩৭০০ আইয়াপ্পা ভক্তকে গ্রেফতার করা হয়েছে৷
এই পরিপ্রেক্ষিতে ইতোপূর্বে ২৮শে সেপ্ঢেম্বরে দেওয়া সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার দাবীতে মোট ৪৯টি আবেদন জমা পড়েছে সর্র্বেচ্চ আদালতে৷
এখন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বাধীন বিশেষ বেঞ্চ জানিয়েছেন, আগামী ২০১৯ সালের ২২শে জানুয়ারী এই বেঞ্চে শবরীমালা রায়ের পুনর্বিবেচনার জন্যে প্রকাশ্য এজলাসে শুনানি গ্রহণ করা হবে৷
ডগ্মার সামনে সুপ্রিমকোর্টকে থমকে দাঁড়াতে হচ্ছে৷ এবার সুপ্রিম কোর্ট কী করবে তা দেখার জন্যে সবাই প্রতীক্ষা করছে৷