ডগ্মার প্রাচীরে ধাক্কা খেয়ে ‘বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে’

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

কেরালার শবরীমালায় অবস্থিত ‘আয়াপ্পা’র মন্দিরে ৯ থেকে ৫০ বছর বয়সী মহিলাদের প্রবেশাধিকার দেওয়া হয়না৷ সুপ্রিমকোর্টে এই সম্পর্কিত মামলায় বিচারপতিরা সবার অবাধ প্রবেশাধিকার দেওয়ার রায় ঘোষণা করলেও জনসাধারণের মনে মনে জমে থাকা ডগ্মা তথা অন্ধবিশ্বাস ও কুসংস্কারের জন্যে সুপ্রিম কোর্টের রায় কার্যকরী হতে পারল না৷

এ মাসে সুপ্রিমকোর্টের মহিলাদের প্রবেশাধিকার দেওয়ার রায় দানের পর গত ১৭ই অক্টোবর মন্দিরের দরজা খোলে৷ প্রতি মাসেই ৫ দিনের জন্যে মন্দিরের দরজা খোলা থাকে৷ কিন্তু স্থানীয় প্রায় হাজারের ওপর আয়াপ্পা ভক্ত মন্দিরের বিগ্রহ দর্শনেচ্ছু মহিলাদের জোর করে ফিরিয়ে দিল৷ তাদের কিছুতেই মন্দিরে প্রবেশ করতে দিল না৷ তাদের যুক্তি এই বয়সে মহিলারা ঋতুমতী হওয়ার জন্যে তারা মন্দিরে প্রবেশ করলে মন্দির নাকি অপবিত্র হয়ে যাবে৷ সুপ্রিমকোর্টের রায় কার্যকর করতে মন্দিরের বিগ্রহ দর্শনেচ্ছু মহিলাদের নিরাপত্তার জন্যে পুলিশ নামেমাত্র মোতায়েন ছিল৷ কিন্তু আয়াপ্পা ভক্তদের বাধা ঠেলে পুলিশও মহিলাদের বিগ্রহ দর্শনের ইচ্ছাপূরণ করতে ব্যর্থ হল৷ বরং পুলিশ তাদের ফিরে যাবারই পরামর্শ দেয়৷