ডিভিসির ছাড়া জলে বন্যার কবলে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল৷ হুগলী জেলার আরামবাগ, খানাকুল, হাওড়া, উদয় নারায়ণপুর, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল সহ বাঁকুড়া, বীরভূম, বর্ধমানের বেশ কিছু অংশ প্লাবিত হয়েছে৷ সরকারী হিসেবে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৪৫ লক্ষ মানুষ৷ এই সংবাদ লেখার সময় পর্যন্ত রাজ্যে ১৯ জনের মৃত্যু হয়েছে৷ রাজ্য ও কেন্দ্রের বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার কার্যে নেমেছে৷ এখনও পর্যন্ত ১লক্ষ ৪৪ হাজার মানুষকে প্রশাসনিক উদ্যোগে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে৷ রাজ্যের মুখ্যমন্ত্রী হুগলী ও পশ্চিম মেদিনীপুরের বন্যা কবলিত বেশ কিছু অঞ্চল ঘুরে দেখেন৷
মুখ্যমন্ত্রী এই বন্যার জন্যে ডিভিসিকে দায়ী করেন৷ তিনি বলেন ঝাড়খণ্ডের জলে বাঙলা ডুবছে৷ দীর্ঘ বছর নদীর পলি সরানো হচ্ছে না৷ ফলে বাঁধগুলির জল ধারণ ক্ষমতা কমে যাচ্ছে৷ ডিভিসি কর্তৃপক্ষ জানায় দামোদর অববাহিকায় মাত্রাতিরিক্ত বৃষ্টিপাতের ফলে ডিভিসি জল ছাড়তে বাধ্য হচ্ছে৷