দিকে দিকে অনুষ্ঠিত হল আনন্দমার্গের সেমিনার

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৩০,৩১শে আগষ্ট ও ১লা সেপ্ঢেম্বর টাটানগরে বিরসানগর আনন্দমার্গ স্কুলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ তিনদিনের এই সেমিনারে ৩০শে আগষ্ট সকালে ৯টা-১২টা তিন ঘন্টা অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ এরপর অপরাহ্ণে সেমিনারের শুভ সূচনা করেন প্রশিক্ষক আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত৷ এরপর স্থানীয় বিশিষ্ট আনন্দমার্গী আচার্য আশীষদেব বর্তমান বিশ্বে আনন্দমার্গের প্রয়োজন ও ভূমিকা নিয়ে আলোচনা করেন৷ তিনদিনের আলোচনা সভায় আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত ও আচার্য কৃষ্ণপ্রসূনানন্দ অবধূত আনন্দমার্গ দর্শনের সামাজিক অর্থনৈতিক আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করেন৷ ১লা সেপ্ঢেম্বর সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা টাটানগর শহর পরিক্রমা করে৷ তিনদিনের সেমিনারে টাটা ডায়োসিসের শতাধিক মার্গী ভাই-বোন উপস্থিত ছিলেন৷ সমস্ত অনুষ্ঠান সুচারুরূপে সম্পন্ন করেন ডায়োসিস সচিব আচার্য শান্তশিবানন্দ অবধূত৷ তাঁকে সহযোগিতা করেন টাটানগরের ডি.এস.এল সুশীল মাহাত প্রমুখ৷

বনগাঁয় সেমিনার --- গত ৩১শে আগষ্ট ও ১লা সেপ্ঢেম্বর উঃ২৪ পরগণা জেলার বনগাঁ আনন্দমার্গ স্কুলেও সেমিনারের আয়োজন করা হয়েছিল৷ এখানে প্রশিক্ষক ছিলেন আচার্য অভিব্রতানন্দ অবধূত ও অবধূতিকা আনন্দ অন্বেষা আচার্র্য, শতাধিক মার্গী ভাই-বোন সেমিনারে যোগ দিয়ে ছিলেন৷

হাওড়া সেমিনার--- গত ৩১শে আগষ্ট ও ১লা সেপ্ঢেম্বর হাওড়া জেলার উলুবেড়িয়া ডিটের সেমিনার অনুষ্ঠিত হয় বাগনান চালিধাউরিয়া আনন্দমার্গ স্কুলে৷ এখানে প্রশিক্ষক ছিলেন শ্রী অমিয় পাত্র৷ সহযোগিতায় ছিলেন শ্রী বকুলচন্দ্র রায়, আচার্য দেবেশানন্দ অবধূত, মদন দেব প্রমুখ৷ অনুষ্ঠানের শুরুতে প্রভাত সঙ্গীত ও কীর্ত্তন পরিবেশন করেন ভদ্রেশ্বর অধিকারী, অবধূতিকা আনন্দ রসধ্যানা আচার্যা প্রমুখ৷ অনুষ্ঠান সফল করতে নিষ্ঠার সঙ্গে কাজ করেন চাঁদমোহন পাল, মায়া বর, ভারতী কুণ্ডু, দীপ্তি বিশ্বাস৷ সমগ্র অনুষ্ঠানে ব্যবস্থাপনায় ছিলেন ভুক্তি প্রধান সুব্রত সাহা৷