দিল্লিতে অস্ট্রেলিয়াকে টেস্টে হারিয়ে সরাসরি তৃতীয় টেস্ট খেলতে যায়নি ভারতীয় দল

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

দিল্লি টেস্ট জিতে সরাসরি তৃতীয় টেস্ট খেলতে যায়নি ভারতীয় দল৷ কারণ দ্বিতীয় ও তৃতীয় টেস্টের মধ্যে অনেক দিনের তফাত৷ তাই ক্রিকেটাররা নিজের নিজের বাড়ি চলে গেছে৷ তৃতীয় টেস্ট হবে ১লা মার্চ৷ এই দুই টেস্টের মাঝে সাত দিনের তফাত ছিল৷ তাই আড়াই দিনে খেলা শেষ হয়ে যাওয়ায় অতিরিক্ত দু’দিন হাতে পেয়েছেন ক্রিকেটাররা৷ সেই সময়কে কাজে লাগাতে চাইছেন তাঁরা৷

বিসিসিআইয়ের তরফ থেকে জানা গেছে আবার আগামী ২৫শে ফেব্রুয়ারী ইনদওরে জড়ো হবে  সবাই৷ কারণ ১লা মার্চ থেকে ক্রিকেট ম্যাচ শুরু হচ্ছে হাতে অনেকটা সময় আছে তাদের৷ ২৫শে ফেব্রুয়ারীর পর তারা আর বাড়ি কেউ যাবে না টানা ম্যাচ খেলতে হবে তাদের৷

অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের শুরুটা খুব ভাল হয়েছে ভারতের৷ নাগপুরে প্রথম টেষ্ট ইনিংস ও ১৩২ রানে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ভারত৷ দ্বিতীয় টেষ্টে দিল্লিতে মাঝে একটু চাপে পড়ে গেলেও  আড়াই দিনে ম্যাচ জিতে গিয়েছিল ভারত৷ অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়েছে ভারত৷ বর্ডার গাওস্কর ট্রফি নিজেদের দখলেই রেখেছে ভারত৷ কারণ এই পরিস্থিতি থেকে সিরিজ হারবে না ভারত৷ তাদের সুযোগ রয়েছে অস্ট্রেলিয়াকে চুনকাম করার৷ বাড়িতে কয়েকদিন কাটিয়ে আবার নতুন উদ্যমে মাঠে নামবেন রোহিত বাহিনী৷