দিনমজুরের মেয়ে সুযোগ পেল ইস্টবেঙ্গল ক্লাবে

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

বাবা দিনমজুর, সংসারে নুন আনতে পান্তা ফুরনোর দশা৷ তার মধ্যেও সমস্ত প্রতিকূলতা জয় করে ‘ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন’-এর (আই এফএ) অনূর্ধ ১৭ বাংলা দলে প্রতিনিধিত্বের সুযোগ পায় বেশ কিছুদিন আগে লক্ষ্মী মুর্মু এবার তিনি ইস্ট বেঙ্গল ক্লাবে যোগদান করলেন৷  সাঁইথিয়ার বনগ্রাম আদিবাসী পাড়ার বাসিন্দা লক্ষ্মী৷

বাবা মঙ্গল মুর্মু পেশায় দিনমজুর৷ লক্ষ্মীরা তিন বোন৷  বাবার দিনমজুরির আয়ে কোনক্রমে  তিন বোনের পড়াশোনা-সহ পাঁচ সদস্যের সংসার চলে৷ সংসারের চাপে মাঝেমধ্যে লক্ষ্মীকেও মজুর খাটতে হয়৷ পড়াশোনার পাশাপশি স্থানীয় ‘লর্ড বুদ্ধস্পোর্টস অ্যাকাডেমিতে’ চতুর্থ শ্রেণি থেকে নিখরচায় ফুটবলে প্রশিক্ষণ নিত৷ লক্ষীর কোচের সাথে তিনি ইস্ট বেঙ্গল ক্লাবে যোগদান করলেন৷