সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
আনন্দনগর ঃ গত ১৪ই নভেম্বর দীপাবলী উৎসব উপলক্ষ্যে ভোর ৫টা থেকে বিকেল৫টা পর্যন্ত ১২ঘন্টার অখণ্ড কীর্ত্তন পরিবেশিত হয় আনন্দরেখা ভবনে (রাঢ় গবেষণা কেন্দ্র)৷ আনন্দনগরের মনোরম প্রাকৃতিক পরিবেশে কীর্ত্তনের আধ্যাত্মিক স্পন্দনে উপস্থিত ভক্তমণ্ডলী এক স্বর্গীয় আনন্দে আপ্লুত হয়৷ কীর্ত্তন শেষে মিলিত সাধনা স্বাধ্যায়ের পর স্থানীয় গ্রামের ছেলে মেয়েদের দ্বারা প্রভাতসঙ্গীত অবলম্বনে সাংসৃকতিক অনুষ্ঠান সকলকে মুগ্দ করে৷ সাংসৃকতিক অনুষ্ঠানে সভাপতি ছিলেন আচার্য মন্ত্রেশ্বরানন্দ অবধূত৷ সমগ্র অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিলেন রেক্টর মাস্টার আচার্য নারায়ণানন্দ অবধূত৷