দক্ষিণবঙ্গে ভূমিকম্প

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২৮শে আগষ্ট মঙ্গলবার , সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ  দক্ষিণবঙ্গের  কলকাতাসহ হুগলি, হাওড়া, পুরুলিয়া ও দুই  মেদিনীপুর জেলায় মৃদু ভূমিকম্প দেখা দেয়৷

এই ভূমিকম্পের কেন্দ্র ছিল হুগলিতে গোঘাটের  কাছাকাছি৷ রিখটার স্কেলে  এর তীব্রতা ছিল ৫৷ ভূমিকম্পের কেন্দ্র ছিল ১০ কিলোমিটার  নীচে৷ এটা  মাঝারি  ধরণের ভূমিকম্প৷ এতে মাটি কেঁপে ওঠা ছাড়া  বড়  কিছু  একটা  হয় না৷  তবে হুগলির  খানাকুলের  কাছে কয়েকটি  মাটির  বাড়ি  পড়ে গেছে৷  অন্যত্র  কিছু কিছু  বাড়ীর দেওয়ালে চিড় ধরেছে৷ এই এলাকায়, মাটির নীচে,  রয়েছে ‘ইয়েসিন হিঞ্জ’৷ ভূত্বকের  এই ফাটল  বঙ্গোপসাগর থেকে  বাংলার  নীচ দিয়ে  ময়মনসিং পর্যন্ত  বিস্তৃত৷ এই ফাটলে ৬.৮ মাত্রার পর্যন্ত  ভূমিকম্প হতে পারে৷

এর আগে ১৯৬৪ সালে  পিংলা  ফল্টে ৫.৪ মাত্রার  ভূমিকম্প  হয়৷  পরে ২০০৫ সালে  ও ২০১০ সালে  যথাক্রমে  ৪ ও ৩.৫ মাত্রায়  ভূমিকম্প  হয়৷  ২০১৩ সালের ১লা  জুন ও দক্ষিণ ২৪ পরগণায় ভূমিকম্প  (৩.৬) হয়েছিল৷ চলতি বছরে  ২৬শে  এপ্রিল  দঃ দিনাজপুরে ৪.২ মাত্রার ভূমিকম্প  হয়৷ এছাড়া  জলপাইগুড়ি , দার্জিলিং, কোচবিহারে  ৩ মাত্রায়  কয়েকবার  ভূমিকম্প   কলহয়েছে৷

তবুও গাঙ্গেয় পশ্চিমবঙ্গকে এ ব্যাপারে  নিরাপদ বলা যাবে না৷ খড়গপুর আইটির  ভূবিজ্ঞানীদের  মতে  দক্ষিণবঙ্গে  ৬.৮ মাত্রায় ভূমিকম্পের সম্ভাবনা  উড়িয়ে  দেওয়া যায় না৷ কলকাতার মাটির নীচে কাদার স্তর থাকায় এখানে ভূমিকম্প আরও তীব্র হতে পারে৷