সংবাদদাতা
পি.এন.এ.
সময়
বিশ্ব গণ্ডার দিবসে খুশীর খবর ঘোষনা বনদপ্তরের৷ উত্তরবঙ্গের একশৃঙ্গ গণ্ডারদের জাতীয় অভয়ারন্য জলদাপাড়ার উপর থেকে চাপ কমাতে গণ্ডারদের নিয়ে আসা হচ্ছে দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, ও পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলে৷ দক্ষিণবঙ্গে গণ্ডারদের নুতন আবাসের জন্য আদর্শ জায়গার খোঁজে কোমর বেঁধে নেমেছে বন দপ্তর৷ বনদপ্তরের সূত্র থেকে জানা যাচ্ছে যে ১৯৮৫ সালে জলদাপাড়ায় মাত্র ১৫টি গণ্ডার ছিল৷ ৩৭ বছরের মধ্যে তা বাড়তে বাড়তে সংখ্যাটা বর্তমানে ৩০০ গিয়ে পৌছেছে৷ উত্তরবঙ্গে জলদাপাড়া গোরুমারা জাতীয় উদ্যান ও কোচবিহার রাজাদের মৃগয়াক্ষের পাতাল খাওয়ার রসমতী জঙ্গলের পর দক্ষিণবঙ্গে হবে একশৃঙ্গ গণ্ডারের চতুর্থ আবাসস্থল৷