দলের হাল খারাপ - তাই এখন বাঙলা ভাগের কথা নয়

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

দল ভাঙিয়ে ২০২১-এ ভোটে লড়েছিল বিজেপি৷ কিন্তু  ভোটের ফলে দল বড় সড় ধাক্কা  খায়৷ অবস্থা এমনই বঙ্গ বিজেপির অস্তিত্বই সংকটে পড়েছে৷ ভোটের পরে দল বদলের স্রোত এখন বিপরীত দিকে৷ এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের কয়েকজন সাংসদ নেতার পৃথক রাজ্যের দাবী বঙ্গ বিজেপির সংকট আরও বাড়িয়েছে৷ দিনহাটা বিধানসভার উপনির্বাচনে ওই কেন্দ্রেরই সাংসদ প্রার্থী হয়েও জামানত খুইয়েছে৷ এই অবস্থায় ৯ই জুন রাজার  হাটের বিলাসবহুল হোটেলে দলের সাংসদ বিধায়কদের নিয়ে এক বৈঠকে বিজেপির কেন্দ্রীয় নেতা জগৎপ্রকাশ নাড্ডা বঙ্গভাগ নিয়ে কোন কথা বলতে মানা করেছেন৷ রাজনৈতিক মহলের মত বঙ্গভাগ বিজেপির দলীয় অবস্থান, তবে অবস্থার চাপে আপাতত এই  ইস্যুতে দলের সাংসদ বিধায়কদের নীরব থাকতে বলেছেন কেন্দ্রীয় নেতৃত্ব৷