ড্রাইভারের দায়িত্বজ্ঞানহীনতায় ভয়াবহ বাস দুর্ঘটনা

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

গত ২৯শে জানুয়ারী সকালে মুর্শিদাবাদ ও দৌলতাবাদের  থানা সীমান্তে বালিরঘাটে সেতুর রেলিং ভেঙ্গে ভাণ্ডারদহ বিলের জলে এক সরকারী বাস পড়ে যায়৷  তাতে ৪২ জনের মৃত্যু সংবাদ পাওয়া গেছে৷

প্রত্যক্ষদর্শীর বিবরণে জানা যায়, গাড়ী চালক মোবাইল ফোনে কথা বলতে বলতে  গাড়ী চালাচ্ছিল৷ ওই বাসের সামনে ছিল একটা লরি৷ বাসচালক ফোনে কান দিয়ে কথা বলতে বলতে এক হাতে ষ্টিয়ারিং ধরে বাস চালাচ্ছিল৷ তার ওপর সামনের গাড়ীটিকে ওভারটেক করতে গিয়েই ড্রাইভার গাড়ীর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে৷ তখনই বাসটি বিলের জলে পড়ে যায় ও  বাসযাত্রীদের সলিল সমাধি হয়৷ ড্রাইভার নিজেও মারা যায় ও ৪২ জনের প্রাণহাণি ঘটায়৷