যত তাড়াতাড়ি সম্ভব দশম আই পি এলের তিক্ত অভিজ্ঞতা থেকে মুক্তি চান বিরাট কোহলি৷ আনক আশা জাগিয়ে শুরু করেও সময় যত গড়িয়েছে ততই পারফরমেন্সের গ্রাফ নীচের দিকে নেমেছে৷ কয়েকটা ম্যাচ ছাড়া দল মোটেই ভাল খেলতে পারেনি৷ রয়্যাল চ্যালেঞ্জার্স অধিনায়ক বললেন---আমাদের দলে বেশ কয়েকজন ভাল ক্রিকেটার রয়েছেন যাঁরা জেতার মানসিকতা নিয়েই মাঠে নামেন৷ গোটা দলকে উৎসাহ দেন৷ দিল্লী ডেয়ারডেভিলসের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে আমাদের ছেলেরা৷ ওদেরকে আবার সুযোগ দিলে আগামী মরসুমে ভাল ফল করবেই৷ এবারে যে ভুলগুলো হয়েছে সেগুলো থেকে শিক্ষা নিতে হবে৷ এটাই এই মরসুমের প্রাপ্য৷ আলাদা ভাবে কারো নাম করতে চাননি কোহলি৷ তবে হর্ষাল প্যাটেল ও আবেশ খানের কথা তিনি মনে রাখতে চান৷ দু’জনই তরুণ ও ভাল বোলার৷ বিপক্ষকে চাপে রাখতে এদের দক্ষতাকে কাজে লাগাতে হবে৷
সানরাইজারস হায়দরাবাদকে হারিয়ে আই পি এলে টিঁকে থাকল