দু’বছর অন্তর ফুটবল বিশ্বকাপ হলে অলিম্পিক্সের তালিকা থেকে বাদ পড়তে পারে ফুটবল

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

দু’বছর অন্তর ফুটবল বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা করলে তার খেসারত দিতে হতে পারে ফিফাকে৷ সেক্ষেত্রে অলিম্পিক্স থেকে বাদ পড়তে পারে ফুটবল৷ এই ঘোষণায় অলিম্পিক্সে ফুটবলের ভবিষ্যৎ নিয়ে সংশয় দেখা দিয়েছে৷ অলিম্পিক্স কমিটি থেকে পাওয়া তথ্য অনুসারে ২০২৮ সালে লস এ্যাঞ্জেলস গেমসে প্রাথমিকভাবে ২৮টি খেলার তালিকায় ফুটবল রয়েছে৷ তারা জানিয়েছে যে ফুটবলের আন্তর্জাতিক ক্রীড়াসূচির দিকে নজর রয়েছে অলিম্পিক্স কমিটির৷ যদি ফিফার তরফে দু’বছর অন্তর বিশ্বকাপের দিকে জোর দেওয়া হয় তাহলে ২৮টি খেলার তালিকা থেকে বাদ পড়তে পারে ফুটবল৷ বিশ্বে ফুটবলকে আরও ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছে ফিফা৷ ইয়ূরোপীয় ক্লাবগুলির সঙ্গে অপেক্ষাকৃত দুর্বল দেশগুলির ক্লাবের যেন বিশেষ তফাত না থাকে তার জন্য বিশেষ নজর দিয়েছে তারা৷ আর্থিক অনুদানও দেওয়া হচ্ছে৷ দু’বছর অন্তর বিশ্বকাপ হলে ফুটবলের জনপ্রিয়তা আরও বাড়বে বলে মনে করছে ফিফা৷ কিন্তু অবস্থান থেকে সরে আসতে নারাজ অলিম্পিক্স কমিটিও৷ তাদের লক্ষ্য সেই খেলাগুলিকে অলিম্পিক্সে বেশি সুযোগ দেওয়া, যে খেলাগুলি খুব বেশি অনুষ্ঠিত হয় না৷ কিন্তু যেভাবে ফিফা ফুটবলের  সম্প্রসারণের পরিকল্পনা করছে তাতে দুই সংস্থার স্বার্থের সঙ্ঘাত হচ্ছে৷ ফিফা নিজেদের পরিকল্পনা নিয়ে এগোলে কড়া পদক্ষেপ নিতে পারে অলিম্পিক কমিটি৷ তাই ফিফাকে হুঁশিয়ারিও দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা৷