দুঃস্থ ছাত্র-ছাত্রাদের পাশে এ্যামার্ট

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

বর্তমান সামাজিক ব্যাধিগুলির অন্যতম কারণ শিক্ষার অভাব৷ স্বাধীনতার বাহাত্তর বছর পরেও দেশের এক বৃহত্তর অংশের মানুষ অশিক্ষার অন্ধকারে রয়েছে৷ তাই আনন্দমার্গ শিক্ষার বিস্তারে বিশেষ ভূমিকা নিয়েছে৷ বিশেষ করে শিশুশিক্ষার ওপর জোর দিয়ে সারা দেশে কয়েকশ’ প্রাথমিক বিদ্যালয় চালায় আনন্দমার্গ৷ কারণ শিশু বয়স থেকেই নৈতিকতার পাঠ দেওয়া উচিত৷

আনন্দমার্গ ইয়ূনিবার্সাল রিলিফ টীম আনন্দমার্গের শিক্ষা, ত্রাণ ও জনকল্যাণ বিভাগের একটি অংশ৷ তাই শিক্ষার বিস্তারে এ্যামার্টও পিছিয়ে নেই৷ সম্প্রতি দক্ষিণ ত্রিপুরার বেশ কিছু সুকলে মাধ্যমিক পড়ুয়া দুঃস্থ ছাত্র-ছাত্রাদের হাতে প্রায় ২০০-র মত পাঠ্যপুস্তক  তুলে দেয় আনন্দমার্গ ইয়ূনিবার্সাল রিলিফ টীমের দক্ষিণ চড়িলাম শাখা৷ এই মহতী কাজে সামিল হয়েছিলেন দক্ষিণ চড়িলাম আনন্দমার্গ সুকলের শিক্ষকবৃন্দ---শ্রীশঙ্কর দাস, শ্রীরঞ্জিত বিশ্বাস, শ্রীরঞ্জিত পাল, সুব্রত দাস  ও ইয়ূনিট সেক্রেটারী বিশ্বজিৎ দেবনাথ৷

তেলিয়ামুড়ায় শীতবস্ত্র বিতরণ ---

সম্প্রতি ত্রিপুরার খোয়াই জেলার তেলিয়ামুড়ায় আন্দমার্গ ইয়ূনিবার্সাল রিলিফ টীমের পক্ষ থেকে শতাধিক দুঃস্থ মানুষের হাতে কম্বল তুলে দেওয়া  হয়৷ এ্যামার্টের তেলিয়ামুড়া শাখার মার্গী ভাই-বোনদের উদ্যোগে এই কর্মসূচী নেওয়া হয়েছিল৷ উপস্থিত ছিলেন আচার্য সুনন্দানন্দ অবধূত৷