সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ১৯শে জুন বাঁকুড়া দুর্লভপুর আনন্দমার্গ স্কুলে একটি নিঃশুল্ক চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়৷ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তার দিয়ে প্রায় ৮০০ রোগীর চিকিৎসা হয় উক্ত শিবিরে৷ শিবিরের উদ্বোধন করেন আচার্য ভবেশানন্দ অবধূত৷ এছাড়াও আভা সেবাসদন নামে একটি স্থায়ী স্বাস্থ্যকেন্দ্র খোলা হয়েছে ওই আনন্দমার্গ স্কুলে৷ সেখানে প্রতিদিন বিভিন্ন অভিজ্ঞ চিকিৎসক দিয়ে উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে৷ সমস্ত অনুষ্ঠানের আয়োজন করেন স্কুলের অধ্যক্ষ আচার্য সত্যনিষ্ঠানন্দ অবধূত, সহশিক্ষক বৃন্দ ও স্থানীয় মার্গী ভাইবোনেরা৷