সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ১০ই ডিসেম্বর,২৩ দুর্গানগরে শ্রী সন্তোষ কুমার বিশ্বাসের বাড়ীতে বেলা-১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অখণ্ড ‘াা নাম কেবলম্’ কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তনানুষ্ঠানে স্থানীয় ইয়ূনিটগুলির দাদা-দিদি সহ পাড়া-প্রতিবেশী, আত্মীয় স্বজন সকলেই অংশগ্রহণ করেছেন৷ কীর্ত্তনের মাঝে কীর্ত্তন পরিক্রমাও হয়েছে৷
কীর্ত্তনশেষে কীর্ত্তনের তাৎপর্য, গুরুত্ব ও উপকারিতা নিয়ে বক্তব্য রাখেন মিশনের প্রবীন সন্ন্যাসী আচার্য বিকাশানন্দ অবধূত ও অবধূতিকা আনন্দ গতিময়া আচার্যা৷ সকলকে ধন্যবাদ জানান শ্রী সন্তোষ কুমার বিশ্বাস৷ অনুষ্ঠানটি পরিচালনা করেন ডি.এস আচার্য সোম্যসুন্দরানন্দ অবধূত৷