পুঁজিপতিরা গরীব জনসাধারণের কঠোর পরিশ্রম থেকে অর্জিত সম্পদ শোষণ করে কোটি কোটি টাকা সঞ্চয় করে৷ আর সেই টাকা কীভাবে অপব্যয় করে তার একটি সাম্প্রতিক উদাহরণ হ’ল ভারতের ধনীতম শিল্পপতি মুকেশ আম্বানির ছেলে আকাশের চোখ ধাঁধানো ‘রাজকীয় বিবাহ’৷
গত ৯ই মার্চ মুকেশ-পুত্র আকাশের বিয়ে হয় হীরে ব্যবসায়ী রাসেল মেহেতার কন্যা শ্লোকা মেহেতার সঙ্গে৷
সে বিবাহে আমন্ত্রিতদের মধ্যে ছিলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, ছিলেন রাষ্ট্রসংঘের প্রাক্তন মহাসচিব বান কি মুন ও তাঁর স্ত্রী ইয়ূসুন তায়েক৷ গুগলের সিইও সুন্দর পিচাইও ছিলেন এই বিবাহে আমন্ত্রিত অতিথি৷
দেশের বড় বড় শিল্পপতি থেকে শুরু করে ---চলচ্চিত্র দুনিয়া থেকে শুরু করে---রাজনৈতিক দুনিয়ার বহু মহামহা তারকা এই বিয়েতে আমন্ত্রিত ছিলেন৷ এক-এক জনের এক-একটি খাবারের প্লেটের জন্যে খরচ করা হয়েছিল কমপক্ষে ২৬০০০ টাকা৷
অথচ যাদের পরিশ্রমের টাকায় এঁদের এত রমরমা সেই গরীব মানুষদের দৈনন্দিন আহারও জোটে না৷